ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমরা কোনও কাজ অসম্পূর্ন অবস্থায় রেখে তা উদ্বোধন করি না। শুক্রবার নিউটাউনের আদিবাসী ভবনে বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে রাম মন্দির নিয়ে বিজেপিকে এই ভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করছে রাজ্য সরকার। এখনও কিছুটা অসম্পূর্ণ রয়েছে এই মন্দির তৈরির কাজ। তাই এখনই যে তিনি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন না। মন্দিরের কাজ সম্পূর্ণ শেষ হলেই উদ্বোধন করা হবে বলে ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ধর্মীয় রীতিনীতি, সংস্কারের কথাও আরও একবার মনে করিয়ে দিলেন ।
লোকসভা নির্বাচনে হিন্দু ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে নির্বাচনের আগে তড়িঘড়ি ঘটা করে অসম্পূর্ন অবস্থাতেই রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন জিততে রাম মন্দিরকে বাজি রেখেছিল গেরুয়া শিবির। হিন্দু ভোট টানতে অসম্পূর্ন অবস্থাতেই ২০২৪ সালের ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:https://tribetv.in/bjp-leader-rahul-sinha-attacks-tmc-government-over-scam-issue/
উদ্বোধনের ৬ মাস না পেরোতেই সামনে এসেছে রাম মন্দিরের দেওয়ালে ফাটল, ছাদ চুঁইয়ে জল পড়ার মতো একাধিক ঘটনা। যা নিয়ে দেশজুড়ে কম বিতর্ক তৈরি হয়নি। শুক্রবার দিঘার অসমাপ্ত জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ তুলে নিয়ম না মেনে রাম মন্দির উদ্বোধন ঘিরে তৈরি হওয়া বিতর্ককে আরও একবার উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ঘুরিয়ে নরেন্দ্র মোদি ও বিজেপির ভোটের নামে ধর্মীয় রাজনীতিকেও খোঁচা দিতেও ছাড়লেন না।
শুক্রবার আদিবাসী সমাজের উন্নয়ন নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের ক্ষমতায় আসার পর আদিবাসী উন্নয়নে সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে বা করে চলেছে তার খতিয়ানও তুলে ধরেন। তার আমলেই আদিবাসীদের আর্থ সামাজিক উন্নতি হয়েছে এবং তাদের মুখে হাসি ফুটেছে বলেও দাবি করেছেন। ‘আগে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হত।
আরও পড়ুন:https://tribetv.in/due-to-technical-issue-pm-narendra-modi-aircrafthas-to-remain-at-deoghar-airport/
এখন আর কেউ আদিবাসীদের জমি কাড়তে পারবে না’। আমরা এখন জঙ্গলে শান্তি ফিরিয়েছি।” জঙ্গলের অধিকার জনজাতির হাতেই থাকা উচিত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরসা মুন্ডা আন্দোলন দেখে আজকের প্রজন্ম অনুপ্রাণিত হয় বলেও জানান তিনি। রাজ্য থেকে আরও বেশি ক্রীড়াবিদ তুলে আনতে ট্রাইবাল ডেভেলপমেন্ট কমিটি, আর্চারি আকাডেমি সহ আদিবাসী সমাজের উন্ননয়নে রাজ্য সরকার আরও একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।