ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিন যত যাচ্ছে ততই পেঁয়াজের খোসার মতোন খুলছে রাজ্যজুড়ে ট্যাব কেলেঙ্কারির জট। রবিবার কলকাতা পুলিশের অভিযানে ট্যাব দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ৩ জনকেই দার্জিলিং থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ট্যাব দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড প্রাথমিক শিক্ষক দিবাকর দাস ওরফে বিট্টু। এছাড়াও গোপাল রায়, বিশাল ঢালীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের বিশেষ দল। এই ৩ অভিযুক্তকে সোমবার আলিপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের তরফে। এমনটাই সূত্রের খবর।
অন্যদিকে, রবিবার চোপড়া থেকে ট্যাব কেলেঙ্কারিতে যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে এদিন ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের তরফে আদালতের কাছে ধৃতদের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ট্যাবের টাকা দেওয়া হয়।
আরও পড়ুন:https://tribetv.in/mystery-death-of-vice-chairman-satyajit-banerjee/
পড়ুয়াদের নিজস্ব অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যায়। এখন সেই টাকা নিয়েও দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে। যার মূল উৎস উত্তর দিনাজপুরের চোপড়া। সেখানেই প্রথম ট্যাবের টাকা তছরূপের হদিশ মেলে। গোটা উত্তরবঙ্গ জুড়েই এই জাল ছড়িয়েছে। গ্রেফতারও হয়েছে অনেকে।
এই দুর্নীতির তদন্তে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ সিট গঠন করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, ১৯১১ জন পড়ুয়া আর্থিক কেলেঙ্কারির শিকার। কোথা থেকে কীভাবে ট্যাবের টাকা এভাবে নয়ছয় হল, তার প্রাথমিক ধারণাও করে ফেলেছেন তদন্তকারীরা। বলা হচ্ছে, স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটানো হয়েছে। এর মধ্যে স্কুলের কেউ জড়িত বলেও প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
আরও পড়ুন:https://tribetv.in/fire-in-acropolis-mall-at-kolkata/
আরও পড়ুন:https://tribetv.in/toy-train-service-was-restarted-at-hills-after-four-and-halfs-month-later/
সেসবের কিনারা করতে অপারেশন শুরু করে কলকাতা পুলিশের সিট। আর তাতেই শিলিগুড়ি থেকে প্রাথমিক স্কুলের এক শিক্ষক-সহ ধরা পড়েছেন ৩ জন। ধৃতদের আজ আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজত চাওয়া হবে বলে জানা গিয়েছে।