ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাথরুমে ঢুকে কেঁদেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউডের কিং খান (Bollywood King Khan) বলা হয় তাঁকে। আর তাঁর কিনা এই দুর্দশা। সে কথা তিনি নিজের মুখেই স্বীকার করলেন। তাও আবার অপপটে। কোনও দ্বিধা ছাড়াই।
কিন্তু কেন? কী এমন হয়েছিল, যে তাঁকে বাথরুমে (Bathroom ) ঢুকে একা একা কাঁদতে (Shah Rukh Khan) হয়েছিল? তাও আবার গোপনে? এমনকি এও বলেছেন, তিনি নাকি নিজেকে ঘৃণাও করতেন। হঠাৎ কেন এমন স্মৃতিচারণা? কেমন ছিল শাহরুখের সেই ফেলে আসা কঠিন দিনগুলো?
দুবাইয়ে বললেন কিং খান (Shah Rukh Khan)
দুবাইয়ের গ্লোবাল ফ্রেট সামিটে উপস্থিত ছিলেন কিং খান (Shah Rukh Khan)। সেখানেই বললেন, এমন অনেক দিন গিয়েছে যখন তিনি বাথরুমে ঢেকে ঢুকে একা একা কেঁদেছেন। তিনি বলেন, “আমি যে আছি, এটা ভাবতেই যেন ঘেন্না করত। ঘৃণা জন্মাত মনে। তবে আমি সেটা কাউকেই কখনো বাইরে থেকে বুঝতে দিইনি। যখন ফিল্ম ব্যর্থ হয়েছে, তার মানে এই নয় যে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। এই মাটি, এই পৃথিবী কেউই আপনার বিরুদ্ধে নয়। হয়ত কোনও ভাবে ভুল হয়ে গিয়েছে, কোনও ভাবে খারাপ পারফরম্যান্স হয়ে গিয়েছে। এই অনুভূতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”
আরও পড়ুন: Poulomi Das Marriage: বিয়ের পিঁড়িতে অভিনেত্রী পৌলমী দাস, সাজগোজে সাবেকি ছোঁয়া! পাত্র কে?
জীবনবোধ সম্পর্কে বার্তা (Shah Rukh Khan)
সোজা কথায়, কিং খান (Shah Rukh Khan) জীবন বোধ সম্পর্কে আমাদের সবাইকে বড় বার্তা দিলেন। দিন শেষে সেলেব হোক কিংবা সাধারণ মানুষ, জীবনে চড়াই উতরাই থাকবে। আর সেগুলোকে মোকাবিলা করতে হবে। তারপর সেই সমস্যাগুলোকে পেরিয়ে যেতে হবে। তারপরেই নতুন কিছুর সন্ধান পাবেন। যদি এই খারাপ লাগাগুলোকে আঁকড়ে ধরেন, তাহলে কিন্তু জীবনে পিছিয়ে পড়বেন।
সুখের সময় কম
আর তাছাড়া সুখের সময় খুব কম। সেটা আপনাকে মেনে নিতেই হবে। আলিয়া ভাট বলিউডে পা দিয়েই একবার সাক্ষাৎকারে এই কথা তিনি বলেছিলেন। আসলে কী হয় , বিনোদনের দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাঁদের জীবন সবসময় রঙিন নয়। এ কথা তাঁরা বারংবার স্বীকার করেন। আর বক্স অফিসে যখন একের পর এক ছবি ব্যর্থ হয়, তখন আরও ভারাক্রান্ত করে তোলে তাদের মন।
আরও পড়ুন: A R Rahman Divorce: কেন ভাঙছে এ আর রহমানের সংসার? কারণ জানালেন স্ত্রী
কারণ ছবিতে অভিনয় করাটাই যে তাদের জীবিকা। প্রচুর পরিশ্রম থাকে। এক্ষেত্রে সাফল্য যেমন রয়েছে, অসফলতাও রয়েছে। সেটাকে মেনে নিতেই হবে। এটাই জীবনের পরীক্ষা। তেমনি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল শাহরুখ খানকেও। বলিউডে পাড়ির শুরুটা কিন্তু শাহরুখের জন্য একেবারেই সহজ ছিল না। তিনি বহু কষ্টে তাঁর কেরিয়ার গড়েছেন। তিনি কখনোই অতীত ভুলে যাননি। বারংবার তাঁর সাক্ষাৎকারে অতীতের কথা আমরা শুনতে পাই।
বললেন সরাসরি
এবার সরাসরি বলেই দিলেন, যখনই তিনি ব্যর্থতার সম্মুখীন হতেন, তখনই বাথরুমে ঢুকে কেঁদেছেন। শুধু কাউকে বুঝতেই দেননি। এমনকি নিজের উপর তাঁর ঘৃণা হত। তবে সেই খারাপ সময় তিনি কাটিয়ে উঠেছেন, নিজের অভিনয় দক্ষতা দিয়ে আর পরিশ্রম দিয়ে। পরিশ্রম কখনই বৃথা যায় না। এমনটাই বার্তা দিলেন বলিউডের কিং খান, শাহরুখ খান।