ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভালোবাসায় যখন তিক্ততা আসে, কিংবা যখন ভালোবাসা ফুরিয়ে যায়, তখন কী তিন দশকের সম্পর্ক ভেঙে যায়? নিশ্চয়ই এতক্ষণে শুনে ফেলেছেন, খাদের কিনারে বিখ্যাত সুরকার এ আর রহমানের (A R Rahman Divorce) বৈবাহিক সম্পর্কের। তাঁর তিন সন্তান। বিচ্ছেদের (Divorce) কথা জানালেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
২৯ বছরের সংসার (A R Rahman Divorce)
সুরকার স্ত্রী সাইরা বানুর (Saira Banu) সঙ্গে তিনি ২৯ বছর একসঙ্গে কাটিয়েছেন। অনেকগুলি বসন্ত তাঁরা একসঙ্গে হাতে হাত রেখে পার করেছেন। একসঙ্গে পার করেছেন যৌবন আর তারুণ্য। এতগুলো বছরে কত উত্থান পতন এসেছে। ২৯ বছরে জীবনের প্রত্যেকটা ভাঙা গড়ার সময় একে অপরের হাত ধরেছিলেন। আর এই দম্পতির বিচ্ছেদের (A R Rahman Divorce) খবর অনুরাগীদের যে মন ভারাক্রান্ত করে তুলবে, সেটাই স্বাভাবিক। আর সেটাই হচ্ছে। বিচ্ছেদের কথা সুরকার জানাতেই, তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মা-বাবার বিচ্ছেদে ব্যথিত সন্তানদের মন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? নিজেই জানালেন সাইরা বানু।
অনেকদিনের গুঞ্জন (A R Rahman Divorce)
বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সুরকারের বৈবাহিক সম্পর্কে নাকি ভাঙন (A R Rahman Divorce) ধরেছে। গুঞ্জন উঠেছিল, চিড় ধরেছে দাম্পত্যে। শেষমেষ তাঁরা সিদ্ধান্ত নিয়েই ফেললেন, এবার আলাদা হবেন। এ আর রহমান আর সাইরা বানুর তিন সন্তান। এ আর আমিন, খাতিজা আর রাহিমা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মনের ভাব ব্যক্ত করেছেন। ছেলে আমিন অনুরোধ করেছেন, যাতে এই চ্যালেঞ্জিং সময় পারিবারিক বিষয়টা গোপন রাখা হয়। রাহিমা লিখেছেন, তাঁদের পরিবার এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই বিষয়টা সবাই যেন মর্যাদা রক্ষার বিষয় হিসেবেই বিবেচনা করেন।
আরও পড়ুন: Poulomi Das Marriage: বিয়ের পিঁড়িতে অভিনেত্রী পৌলমী দাস, সাজগোজে সাবেকি ছোঁয়া! পাত্র কে?
জল্পনার সূত্রপাত
জল্পনার সূত্রপাত হয়, ১৯ নভেম্বর মঙ্গলবার থেকে। যখন সোশ্যাল মিডিয়ায় নিজেই সুরকার লিখলেন, তাঁর দাম্পত্য ত্রিশে পৌঁছানোর আশা করেছিলেন। কিন্তু মনে হয়, সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবুও ছিন্ন ভিন্ন অবস্থায় অনেকে অর্থ খোঁজেন। যদিও এই ভগ্নাংশগুলি আবার সেই জায়গা খুঁজে পাবে না। বিষয়টির গোপনীয়তাকে সম্মান করার জন্য, তিনি তাঁর বন্ধু এবং অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: Bharat Dev Verma Death: স্বামীহারা মুনমুন, প্রয়াত রিয়া-রাইমার বাবা ভরত দেব বর্মা
অনুরাগীদের প্রশ্ন
কিন্তু অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন, যেখানে ২৯ বছর তাঁরা একসঙ্গে থাকলেন, তারপরে কেনই বা বিচ্ছেদ? কী কারনে? তার উত্তর কিন্তু এখনও জানা নেই। সুরকারের অনুরাগীরাও এই বিষয়টা নিয়ে খুব একটা কাটা ছেঁড়া করতে চাইছেন না। ওদিকে সাইরা বানুর আইনজীবী সম্প্রতি একটি অফিশিয়ালি বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে জানিয়েছেন, অনেক বছর সংসারের পর সাইরা বানু সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর স্বামী এ আর রহমানের থেকে বিচ্ছিন্ন হবেন। তাদের সম্পর্কের মধ্যে ব্যাপক আবেগিক চাপ আর নানান ধরনের সংকট চলে এসেছে। যার কারণে এই সিদ্ধান্ত। তাঁদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, তাঁরা বুঝতে পেরেছেন, সম্পর্কের মধ্যে বৈরিতা সৃষ্টি হয়েছে। আর এই সম্পর্কের মধ্যে সেতু তৈরি করা সম্ভব নয়। আর সাইরা বানু যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সেটা অত্যন্ত ব্যথা এবং কষ্টের মধ্য থেকেই নিয়েছেন।