ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সদ্যই মুক্তি পেয়েছে ট্রেলার (Pushpa 2)। তারক পোন্নাপ্পাকে (Tarak Ponnappa) দেখে যখন নেট পাড়ায় শোরগোল, তার লুক দেখে সবাই হতভম্ব, তখন বিহারে ঘটে গেল আর এক কান্ড। আল্লু অর্জুন (Allu Arjun) আর রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) দিক থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না। তারই মাঝে অর্ধেক মাথায় চুল নেই অর্ধেক মাথা রয়েছে, ভয়ঙ্কর মেকআপ করে তাক লাগিয়ে দিলেন অভিনেতা তারক। যাকে দেখতে পাবেন পুষ্পার ভাইয়ের ভূমিকা।
বড় বিপত্তি (Pushpa 2)
ওদিকে ‘পুষ্পা -২’ (Pushpa 2) মুক্তি পাবার আগেই ঘটে গেল এক বড় বিপত্তি। পুষ্পার নায়ক নায়িকার দিকে ছুটে এল দর্শকদের জুতো। কিন্তু কেন? তাহলে কী পুষ্পা লঞ্চের আগেই দর্শক ছবিটি অপছন্দ করছেন? নাকি পিছনে রয়েছে অন্য কোন কারণ? বিহারে গিয়ে এত বড় বিপত্তির মুখে পড়বেন ভাবতে পারেননি এই অভিনেতা অভিনেত্রী। পুষ্পাতে আমরা দেখেছিলাম বিপুল জনপ্রিয়তা, যে জনপ্রিয়তাকে টেক্কা দিতে কালঘাম ছুটেছিল বহু ছবিকেই। সেই জনপ্রিয়তাকে মাথায় রেখেই চলে এল ‘পুষ্পা ২’ । কিন্তু ট্রেলার লঞ্চের পরেই দেখা গেল অন্য চিত্র।
অবশেষে এল ট্রেলার (Pushpa 2)
দীর্ঘ প্রতীক্ষার পর ১৭ নভেম্বর এই ছবিটির ট্রেলার (Pushpa 2) মুক্তি পায়। প্রায় দু’বছর ধরে শুটিং চলছিল এই ছবিটির। পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ছবিটি। সম্প্রতি বিহারে গিয়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন আর রশ্মিকা মন্দানা। সেখানে ছবি ট্রেলার লঞ্চে জনতার বিপুল চাপ দেখতে পাওয়া যায়, এমনকি কেউ কেউ ব্যারিকেড ভেঙেও ফেলে। সৃষ্টি হয় এক ভয়ঙ্কর বিপত্তি। কড়া পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও সাধারণ মানুষদের আটকে রাখা সম্ভব হয়নি। আল্লু অর্জুনকে সামনে থেকে দেখার জন্য জড়ো হয়েছিল লাখো লাখো মানুষ। পরিস্থিতি সামলাতে শুরু হয় পুলিশের লাঠিচার্জ।
গান্ধী ময়দানে জনসমাগম
অনুষ্ঠান যখন বেশ জমে উঠে গান্ধী ময়দানে, তখন সুপারস্টারকে সামনে থেকে এক ঝলক দেখতেই বাঁধে এমন কাণ্ড। অর্থাৎ তাঁদেরকে দেখবেন বলে কেউ সাউন্ড টাওয়ারের ওপর উঠে পড়ে, আবার কেউবা ব্যারিকেড ভেঙে তারকাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সামনে পুলিশ নিরাপত্তা থাকায় তাদের কাজে বাধা দেয়। আর বাধার কারণেই সাধারণ মানুষ জুতো ছুঁড়তে থাকে। পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে তাঁদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। মাত্র কয়েক মুহূর্ত থেকে মঞ্চ থেকে বেরিয়ে যান অর্জুন রশ্মিকারা।
আরও পড়ুন: Baaghi 4: কমোডের উপর টাইগার, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে! বাঘি ৪ ছবিতেই কি বিপত্তি?
কী বলেছে পুলিশ?
তবে এই ঘটনা প্রসঙ্গে পার্টনার সিনিয়র সুপারিটেনডেন্ট অফ পুলিশ রাজীব মিশ্র বলেন, সকলের উপর লাঠিচার্জ করেনি পুলিশ। যাঁরা ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের এই উদ্মদনা দেখে অর্জুন সমাজ মাধ্যমে লিখেছেন, “পুষ্পা কারোর সামনে ঝুঁকবে না। কিন্তু বিহারের ভালোবাসায় আমি মুগ্ধ এবং ঝুঁকলাম”।