ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের আবাস যোজনার (Awas Yojana) নামে প্রতারণার ফাঁদ, প্রথমে সাধারণ মানুষ, আর এবার পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে ফোন। ঘর পাইয়ে দেওয়ার নাম করে বিডিও অফিসের আধিকারিক পরিচয় দিয়ে টাকা চাওয়ার অভিযোগ। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ প্রাক্তন প্রধান। ঘটনা নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের।
অভিযোগ ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বপন সান্যালকে আবাস যোজনার (Awas Yojana) ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। যদিও এই একই ঘটনা কিছুদিন আগে ঘটেছিল ফুলিয়া সংলগ্ন শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের পোলতা গ্রামে। সেখানে একাধিক পরিবার সেই জালিয়াতির ফাঁদে পরে খুইয়েছে টাকা। এরপর সাইবার ক্রাইম দফতরে এবং শান্তিপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। তবে প্রশাসন এই বিষয়ে এখনও সেভাবে তৎপর না হওয়ার কারণেই এবার ফের প্রতারণার ফাঁদ মাথা চারা দিয়ে উঠেছে।
আরও পড়ুন: TMC Councillor Viral Video: টিনের শেড তৈরি নিয়ে দাদাগিরি, বিতর্কে তৃণমূল কাউন্সিলর
আরও পড়ুন: TMC Councillors Death: সুইসাইড নোটে বিস্ফোরক উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান, গ্রেফতার ৩
এবার পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ। এই বিষয়ে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বপন সান্যাল জানান, গতকাল দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ তার কাছে ফোন আসে শান্তিপুরের জয়েন্ট বিডিও আশীষ বিদ্যার্থীর নামে পরবর্তীতে তাকে ফোন করে বলা হয় তার মোবাইলের পেটিএম নাম্বার দিতে এবং ৪০০০ টাকা ডিপোজিট করতে সঙ্গে ওটিপি। ঘটনায় স্বপন বাবুর পেটিএম নাম্বার না থাকায় তার বৌমাকে বলেন পেটিএম-এর বিষয়ে কথা বলতে, এরপর মোবাইলে ধাপে ধাপে টাকা পাঠানোর কথা জানানো হয়।
আরও পড়ুন: ট্যাব দুর্নীতির ‘হোম সেন্টার’ চোপড়া, পুলিশি অভিযানে ধৃত আরও ১৫
কিন্তু স্বপনবাবু জানাচ্ছেন, তিনি আবাস যোজনার জন্য কোনও রকম ঘরের আবেদনই করেননি তারপরেও কিভাবে তার নাম্বারে ফোন গেল তা সত্যিই তার অজানা। যদিও গোটা ঘটনাটি প্রশাসনের কাছে জানিয়েছেন স্বপন বাবু এবং লিখিত অভিযোগও দায়ের করেছেন। অপরদিকে, অভিযুক্ত জয়েন্ট বিডিও আশিস বিদ্যার থেকে টেলিফোন লাইনে যোগাযোগ করা হলে তিনি জানান কোনও রকম ভাবে ঘরের জন্য টাকা চাওয়া হয় না তবে যে ঘটনা ঘটেছে সেটা তিনি দেখছেন। তবে স্বপনবাবুর অভিযোগ যদি এইভাবে সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি করা হয় তাহলে কিভাবে মানুষ বাঁচবে তার সঙ্গে তিনি বর্তমান সরকারকেও কটাক্ষ করেছেন।