ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এরই মধ্যে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। প্রতিবাদে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের ডাক দিল হিন্দু জাগরণ মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করবে সংগঠনের দক্ষিণবঙ্গ শাখার সদস্যরা। ন্যায় বিচার না পেলে পরিণতি ভালো না হওয়ার চরম হুঁশিয়ারি হিন্দু জাগরন মঞ্চের।
হাসিনা সরকারের পতনের পর থেকেই পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন ভয়ঙ্কর চেহারা নিয়েছে। উঠে এসেছে বহু অভিযোগ। অত্যাচারের বিরুদ্ধে ও সমানাধিকারের দাবিতে ইতিমধ্যেই বহুবার রাস্তায় নেমে বিক্ষোভ জানিয়েছে সে-দেশের সংখ্যালঘুরা। পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছে বাংলাদেশের মুসলিম মৌলবাদী কট্টরপন্থীরা। ইসকনকে নিষিদ্ধ করার দাবিও তুলেছিল তারা। দেওয়া হয়েছিল খুনের হুমকিও। ইসকনকে ‘জঙ্গি সংগঠন’-এর তকমা লাগিয়ে দিয়েছিল মুসলিম মৌলবাদীরা। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ার মাধ্যমে ভারত-আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিলেন সেদেশের সংখ্যালঘুরা। এর পরই কার্যত রণক্ষেত্রের রূপ নেয় চট্টগ্রাম।
আরও পড়ুন: https://tribetv.in/shantanu-bandhyopadhyay-get-bail-from-calcutta-high-court-on-ssc-scam-case/
এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে মানসিক দৃঢ়তা বাড়াতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। বিভিন্ন সময় তাঁর মন্তব্য ভাইরাল হয়েছে। সে-দেশের হিন্দুদের কাছে তিনি গুরুপ্রতিম। তাই কি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? উঠছে প্রশ্ন। ইসকন সন্ন্যাসীকে গ্রেফতার করার পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বাংলাদেশজুড়ে। পথে নেমেছে পশ্চিমবঙ্গও। তাই বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি হিন্দু জাগরণ মঞ্চের।
ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটলে এপার বাংলা যে চুপ থাকবে না, তা স্পষ্ট হচ্ছে প্রতিদিন-প্রতিমুহুর্তে। ভারত বিমুখ হলে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ যে বিপন্ন হবে, তা কি বুঝছে অনভিজ্ঞ ইউনূস সরকার? উদ্বিগ্ন ওপার বাংলার গণতন্ত্র প্রিয় মানুষজন, উদ্বেগে এপার বাংলাও।