ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাঁচ বছরেই পেল্লাই প্রাসাদোপম বাড়ি তৃণমূল (TMC) নেতার। তবু নাম ছিল আবাস যোজনার (Awas Yojana) তালিকায়। বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি তালিকা থেকে নিজের নাম বাদ দিলেন তৃণমূল নেতা।
তবে আবাস তালিকা থেকে নাম কাটিয়েও বিতর্ক পিছু ছাড়ল না বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রের তৃণমূল নেতার। বিষয়টাকে সততার নজির বলে তৃণমূল বর্ণনা করলেও, বিজেপির (BJP) কটাক্ষ জনরোষের ভয়েই নাম বাদ দিলেন তৃণমূল নেতা।
প্রাসাদোপম অট্টালিকাতেই থাকেন দুই ভাই (Awas Yojana)
সূত্রের খবর, তৃণমূল (TMC) নেতা নিমাই মাঝি ও তাঁর ভাই আনন্দ মাঝি বাঁকুড়ার পাত্রসায়রের বালসী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানপুকুর মাঝিপাড়ার নিবাসী। নিমাই তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বলে খবর। অন্যদিকে, আনন্দ তৃণমূলের অঞ্চল কোর কমিটির সদস্য। প্রাসাদোপম অট্টালিকাতেই থাকেন দুই ভাই। পাকা বাড়ির মালিক হয়েও আবাসের তালিকায় (Awas Yojana) নাম তৃণমূল নাম থাকায় শোরগোল পড়ে যায় বাঁকুড়ার পাত্রসায়রে।
আবাসের বাড়ি ফেরালেন তৃণমূল নেতা (Awas Yojana)
দুই ভাইয়ের পেল্লাই দোতলা বাড়ি থাকার পরেও আবাস তালিকায় (Awas Yojana) নাম ছিল পরিবারের! সম্প্রতি শুরু হয়েছে সমীক্ষা। গ্রামে তাঁদের প্রাসাদ সমান বাড়ি থাকলেও আবাস যোজনার বাড়ি পাওয়ার তালিকায় তাঁদের নাম সবার আগে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বিডিও অফিসে যায় মাঝি পরিবার। তারা জানিয়ে দেয়, আবাসের ঘর তারা নেবে না।
তৃণমূল নেতার সাফাই (Awas Yojana)
যদিও আনন্দ মাঝির দাবি, বছর পাঁচেক আগে যখন আবাসের সমীক্ষা হয়েছিল, তখন তাঁদের পাকা বাড়ি ছিল না। পরবর্তীতে তাঁরা পাকা বাড়িটি তৈরি করেছেন। তাই এখন নাম সরিয়ে নিতে চাইছেন।
অন্যদিকে বালসী-২ নম্বর গ্রাম পঞ্চায়েত বুদ্ধদেব পালের বক্তব্য, এক দু’বছর হলো ওদের পাকা বাড়ি হয়েছে। যাঁর সত্যিই ঘর দরকার, তিনি যাতে ঘর পান তা নিশ্চিত করতে দুই ভাই এই সিদ্ধান্ত নিয়েছেন।
তৃণমূলের সততার তত্ত্ব মানল না বিজেপি
কিন্তু তৃণমূলের সততার তত্ত্ব মানতে নারাজ বিজেপি (BJP)। এই ঘটনাকে কটাক্ষ করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, ‘বাড়ি ফেরানোর সঙ্গে সততার কোনও সম্পর্কই নেই। ঘর পাওয়া নিয়ে চার দিকে যা চলছে তাতে এত বড় বাড়ির মালিক ঘর পেলে জনরোষের মুখে পড়বেন। এরকম প্রাসাদোপম বাড়ি। পাঁচ বছরে কত টাকা রোজগার করলে মাটির বাড়ি থেকে এই কম সময়ে এত বড় বাড়ি করা যায়, তা সকলে বুঝতেই পারছেন।’