ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয়েছেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Bangladesh Incident)। এরপর থেকেই উত্তাল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। চলছে সংঘর্ষ, অগ্নিসংযোগের মতো ঘটনাও। তারই মাঝে এবারে বাংলাদেশের ইউনুস সরকারকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ”ইউনুস এবং তাঁর বন্ধুরা প্রচণ্ড ভারতবিদ্বেষী”, পোস্টে এমনটাই দাবি তসলিমা নাসরিনের।
গ্রেফতার হিন্দু নেতা (Bangladesh Incident)
পুলিশের হাতে গ্রেফতার (Bangladesh Incident) বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও জনপ্রিয় হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস। প্রথমে তাঁকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করে গোয়েন্দা বিভাগ, পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের হাতে তুলে দেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।
ইসকনের অধ্যক্ষ (Bangladesh Incident)
চিন্ময় কৃষ্ণ দাস যিনি চিন্ময় প্রভু নামেও পরিচিত, তিনি চট্টগ্রামে হাটহাজারি উপজেলায় অবস্থিত ইসকন মন্দির পুন্ডরিকধামের অধ্যক্ষ (Bangladesh Incident)। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হতেই সমগ্র বাংলাদেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ। চট্টগ্রামে মিছিল বের করেন বিক্ষুব্ধ সনাতনী ও বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তরা। চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদ জানাতে থাকেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: Tejaswi Yadav on CT 2025: পাকিস্তান যাক রোহিত-বাহিনী, চমকে দেওয়া সিদ্ধান্ত তেজস্বী যাদবের
শুরু প্রতিবাদ
একে একে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেরোতে শুরু করে প্রতিবাদ মিছিল। এমনই এক প্রতিবাদ মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠতেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। পুলিশ ও প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রতিবাদীরা। এরই মাঝে এক আইনজীবীর মৃত্যু ঘিরে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। দিকে দিকে ছড়িয়ে পরে প্রতিবাদের আগুন। পরিস্থিতি সামলাতে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর জামিন মঞ্জুর না হওয়ায় তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা।
আঁচ ভারতেও
এই ঘটনার আঁচ এসে পড়েছে এ দেশেও। এরই মাঝে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র নিন্দা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট সাহিত্যিক তসলিমা নাসরিনের। সেই পোস্টে ইউনুস সরকারকে তিব্র কটাক্ষ করেছেন তসলিমা নাসরিন।
কী লিখলেন পোস্টে?
পোস্টে তিনি লিখেছেন, “ইউনুস এবং তাঁর জঙ্গি বন্ধুরা প্রচণ্ড ভারতবিদ্বেষী। ভারত যদি চাল ডাল পেঁয়াজ রসুন আলু পটল নুন চিনি গরু খাসি পাঠানো বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের মানুষ কী খেয়ে বাঁচে একবার দেখতে ইচ্ছে করে। যদি জল বন্ধ করে দেয়, যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়?”
তিনি আরও লেখেন, “যদি ওদিকে ট্রাম্প এমবারগো দেয়? ট্রেড বন্ধ করে দেয় যদি? জঙ্গি পোষার অপরাধে যদি পাশ্চাত্যের দেশগুলো বাংলাদেশ থেকে তৈরি-পোশাক না কেনে? একবার দেখতে ইচ্ছে করে মানুষ কীভাবে ও-দেশে জঙ্গি-পেশা কনটিনিউ করে।”
আরও পড়ুন: Mamata on Bangladesh: বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের পাশে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সরব বিএনপি
শুধু তসলিমা নাসরিন নয়, বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর কথায়, “তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক সংস্থা রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ অবিলম্বে চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবি করেছে। একই দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও।
পতাকা অবমাননার অভিযোগ
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাস সহ ১৯ জনের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনেছে ইউনূস সরকার। গত ৩০ অক্টোবর কোতয়ালি পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফিরোজ খান নামে এক ব্যক্তি। তার ভিত্তিতেই সোমবার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। পরবর্তীতে তাঁর জামিন না-মঞ্জুর করে তাঁকে ১০ দিনের হেফাজতে পাঠানো হয়।