ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। সপ্তাহের প্রথম দিনের অধিবেশনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিগত অধিবেশনেও ওয়াকফ বিলের বিরোধিতায় উত্তাল হয়েছিল বিধানসভা। আজ, সোমবার বিধানসভার অধিবেশনে পেশ করা হবে ওয়াকফ বিলের বিরোধিতায় সরকার পক্ষে আনা একটি প্রস্তাব। দেশের মধ্যে বাংলাই প্রথম রাজ্য এমন একটি প্রস্তাব আনতে চলেছে।
ওয়াকফ বিলের (Waqf Bill) বিরোধিতায় আওয়াজ তুলবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই বলেছেন, কেন্দ্র ওয়াকফ বিল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি। এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধী। এই ইস্যুতে আজ বিধানসভার অধিবেশন উত্তাল হতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Weather Update: শীতের মাঝে ‘কাঁটা’ বৃষ্টি! সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার ইঙ্গিত
আরও পড়ুন: West Bengal Assembly: সবজির অগ্নিমূল্যের আঁচ এবার বিধানসভায়, নওশাদের প্রশ্ন-শোভনদেবের জবাব
আজ সপ্তাহের প্রথম দিনের অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা প্রথমার্ধে প্রশ্নোত্তরপর্বে অংশ নেবেন। দ্বিতীয়ার্ধে ওয়াকফ বিলের বিরোধিতায় আনা প্রস্তাবে অংশ নেবেন তিনি। অধিবেশন শেষ হলে বিধানসভায় নিজের ঘরে মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। সেখানে কোন বিষয়গুলি ছাড়পত্র পায়, সেদিকে নজর রয়েছে সকলের।
মন্ত্রিসভার বৈঠকের আগে, নৌসের আলি কক্ষে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের পারফর্ম্যান্স, আগামী দিনের কর্মসূচি প্রভৃতি আলোচিত হবে সেখানে। যেসব বিধায়ক দলীয় শৃঙ্খলা ভেঙেছেন, তাঁদের উদ্দেশে কড়া বার্তা দিতে পারেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।