ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চক্রপানিপুর, এক ঐতিহাসিক শহর। আর এই শহরেই রয়েছে এক অজানা গ্রাম আসারু। চারিদিকে শুধু রহস্যই মোড়া। এই গ্রামে হঠাৎ করে রহস্যজনক ভাবে মারা গেলেন একজন অবসরপ্রাপ্ত প্রফেসর (Rajatava Dutta)।
নতুন গল্প (Rajatava Dutta)
কিন্তু কে এই প্রফেসর? তার সঙ্গে এই গ্রামের মন্দিরের রহস্যজনক যোগ। তাকে হঠাৎ করে মরতে হল কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর এবার উঠে আসবে ছবির পর্দায়। মুখ্য ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত (Rajatava Dutta)। বাস্তব গল্প আর সংস্কৃতি জীবনের সংঘাতের গল্প বলবেন তিনি। ছবির নাম ‘কাল্পনিক’ (Kalponik)।
নতুন চরিত্রে অভিনেতা (Rajatava Dutta)
একেবারে নতুন চরিত্রে, নতুন রূপে, নতুন গল্পে দেখতে চলেছেন রজতাভ দত্তকে (Rajatava Dutta)। বাংলা সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। তাঁর কাছ থেকে দর্শকদের আশা-আকাঙ্ক্ষা একটু বেশি। তাঁর অভিনয় ব্যতিক্রম ঘরানার। বারংবার মন জয় করে নিয়েছেন দর্শক মহলের।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: ১ মাসের মধ্যে কমল ৮ কেজি, কোন ডায়েটে চলছেন শ্রীময়ী?
ফিল্ম ফেস্টে দেখানো হবে সিনেমা
কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে তাঁর নতুন ছবি কাল্পনিক। পরিচালনায় নতুন পরিচালক, অর্ক মুখোপাধ্যায়। তিনি নিজেই চিত্রনাট্য লিখেছেন। প্রযোজনায় রয়েছেন অর্ক মুখোপাধ্যায়, অমৃতা চক্রবর্তী এবং ফেবলস ক্রেডল। ছবিটি সময়সীমা প্রায় ৯২ মিনিট। ছবিটি কিন্তু ইতিমধ্যেই একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ফেলেছে। তবে এটা ঠিক। সাধারণ দর্শকরা এখন এই ছবি দেখতে পাবেন না। কারণ তাদের জন্য মুক্তি পায়নি। গুরত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, শতক্ষ নন্দী, শায়ন ঘোষ, শাহিদুর রহমান সহ বহু শিল্পীরা।
আরও পড়ুন: Rekha: আজও অমিতাভকে মিস করেন রেখা! প্রমাণ দিলেন কপিলকে
কী গল্প?
গল্প অনুযায়ী ঐতিহাসিক শহর চক্রপানিতে রয়েছে অজানা গ্রাম আসারু। বিতর্কিত এক রিপোর্টিং এর জন্য এক ঘরে হয়ে যান সাংবাদিক মৈথিলী। এই গ্রামেই রয়েছেন এক প্রাচীন মন্দির। যে মন্দিরের সন্ধান করতে আসারুতে আসেন তিনি। তারপর হঠাৎ করেই গল্প মোড় নেয় নাটকীয় রূপে। ওই সাংবাদিক জানতে পারেন, তার আসার আগেই গ্রামে রহস্যজনক ভাবে অবসরপ্রাপ্ত প্রফেসর দেবারি রক্ষিত মারা গিয়েছেন। কিন্তু কিভাবে মারা গিয়েছেন, আর কেনই বা তাকে মরতে হল? নানান প্রশ্ন ঘুরতে থাকে তার মাথায়। এই মন্দিরের সঙ্গেই প্রফেসর রক্ষিতের সংযোগটা কী? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবে কাল্পনিক ছবি।
ধর্ম ক্ষমতার হাতিয়ার
গল্পে দেখতে পাবেন, ধর্মকে ব্যবহার করা হয়েছে ক্ষমতার হাতিয়ার হিসেবে। ক্রমাগত হারিয়ে যাচ্ছে মানবিক মূল্যবোধগুলো। মানুষ প্রভাবিত হচ্ছে কিছু পুরনো বিশ্বাস আর আধুনিক রাজনীতিতে। শোনা যাচ্ছে, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। সিনেমাটোগ্রাফি করেছেন শুভদ্বীপ দে। মিউজিকের দায়িত্বে রয়েছেন নীল মুখোপাধ্যায়। ক্রিয়েটিভ প্রোডিউসার সোম চক্রবর্তী।