ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সময় যত গড়াচ্ছে ততই ত্রাসের দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। কট্টরপন্থী মৌলবাদীদের শাসানিতে তটস্থ সংখ্যালঘুরা। আক্রান্ত বহু হিন্দু পরিবার। গণতন্ত্রের নামে দুর্নাম, প্রহসন চলছে বাংলাদেশে। চট্টগ্রাম থেকে নীলফামারি বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত সংখ্যালঘু পরিবার। এমনকি হিন্দুদের জমির ফসল দখল করে নেওয়ারও অভিযোগ উঠেছে পদ্মাপাড়ে। ‘জমি তোদের, ফসল আমাদের’। প্রতিবাদ করলেই বেধড়ক মারধর। ভয়ংকর ঘটনা ঘটছে বাংলাদেশি সংখ্যালঘুদের সঙ্গে।
বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা সীমান্ত এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর। যেখানে প্রতিদিন প্রায় ১,১০০ থেকে ১,২০০ বাংলাদেশি পর্যটক ভারতে আসেন। কেউ ঘুরতে আবার কেউ চিকিৎসার জন্য। এখন সেখানে এক থেকে দুজন হাতে গোনা পর্যটক আসছেন। এপারে এসেই ওপারের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন তাঁরা। এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সন্দীপ কুমার গাইন।
আরও পড়ুন: https://tribetv.in/upper-primary-counseling-date-to-be-announced-by-ssc/
বলেন ,জমিতে ফসল করলে হুমকি দিয়ে যাচ্ছে। দুষ্কৃতীরা বলছে, জমি তোদের ফসল আমাদের। প্রতিবাদ করলে এলোপাথারি মারধর করা হচ্ছে। চিন্ময় দাসের শুনানি মামলা ২০২৫ সালের ২ জানুয়ারি। একজন সনাতনীকে ডেকেছে। তাঁকে আইনি পরিষেবা তো দূরের কথা অমানুষিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে।”
আরও পড়ুন: https://tribetv.in/meeting-of-the-16th-finance-commission-began-in-nabenna/
আরও পড়ুন: https://tribetv.in/an-icds-centre-in-cowshelter-at-south-24-pgs-areas/
তিনি আরও বলেন, ”আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আমাদের মারধর করছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে বাড়িতে ভাঙচুর চালাচ্ছে। লুটপাট করে সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে। মারধর করার ফলে জ্বর এসে গেছে। পরিবারকে বাঁচাতে রাত পাহারা দিতে হচ্ছে। সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে। আমরা চাই প্রভুর মুক্তি পাশাপাশি দেশ আমাদের সুরক্ষা দিক। প্রতিটা মিনিট ঘন্টা ভয় বিভীষিকার মধ্যে দিয়ে যাচ্ছে। চোখে মুখে আতঙ্কের ছাপ কখন কি হয়! আন্দোলন আমরা করবো, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত চিন্ময় প্রভুর মুক্তি না হবেl”