ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে বর্তমানে চরম অস্থিরতার পরিস্থিতি বিরাজ করছে। এই শান্তির মধ্যেই বিভিন্ন জায়গায় বিদেশি পর্যটকদের উপরেও হামলার ঘটনা সামনে এসেছে। এমনকি বাংলাদেশে যাওয়া ভারতীয়দের উপরেও হামলা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ইংল্যান্ডের নাগরিকদের সুরক্ষা নিয়েও এবার উদ্বেগ প্রকাশ করলো ব্রিটেন (UK on Bangladesh Issue)। বাংলাদেশে ভ্রমণ করা ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিয়ে এবার সতর্কতা জারি করলো ব্রিটেন সরকার। ব্রিটেনের তরফে ফরেন-কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও মঙ্গলবার একটি সতর্কতা জারি করেছে।
সতর্কবার্তা ব্রিটেনের (UK on Bangladesh Issue)
যে সতর্কতা বার্তায় বলা হয়েছে, কোনো জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশের বিশেষ কিছু অঞ্চলে ইংল্যান্ডের নাগরিকদের ভ্রমণ (UK on Bangladesh Issue) এড়িয়ে চলা উচিত। মঙ্গলবার ব্রিটেনের বিদেশ মন্ত্রকের তরফে এক প্রেস বিবৃতিতে এফসিডিও-র দেওয়া সতর্ক বার্তার বিষয়ে জানানো হয়েছে।
উদ্বেগজনক পরিস্থিতি (UK on Bangladesh Issue)
ব্রিটেনের তরফে জানানো হয়েছে বাংলাদেশের বর্তমান অস্থিরতার পরিস্থিতিকে সামনে রেখেই বাংলাদেশে থাকা ব্রিটেনের নাগরিকদের জন্য এই ধরনের সতর্কতা জারি করা হয়েছে (UK on Bangladesh Issue)। ঢাকায় থাকা ব্রিটেনের দূতাবাস মঙ্গলবার ব্রিটেনের নাগরিকদের জন্য এই বিশেষ সতর্কবার্তা জারি করেছে। সেই সতর্কতামূলক নির্দেশিকায় বাংলাদেশে থাকা ব্রিটেনের নাগরিকদের জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই আশঙ্কা করেই বাংলাদেশের কয়েকটি ‘স্পশকাতর’ স্থানে ব্রিটেনের পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: Peacekeepers Bangladesh: বাংলাদেশে পাঠানো হোক শান্তিবাহিনী, মমতার মন্তব্যে চাপে ইউনূস সরকার
হাসিনার ইস্তফা
গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করার পর বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকায়। একাধিক বার এই কারনেই বিক্ষোভের আগুন জ্বলেছে গোটা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এরপর নভেম্বরের শেষে বাংলাদেশের সনাতনী হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।
আরও পড়ুন: Chinmay Krishna Bail Issue: চিন্ময় কৃষ্ণকে জেলে রাখার ফন্দি? ১ মাস পর শুনানি, অশনি সংকেত?
শুরু বিক্ষোভ
বাংলাদেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ-প্রতিবাদ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ ও হামলার প্রতিবাদ জানানো হয়েছে এপার বাংলা থেকেও। এমনকি ভারত সরকারের তরফেও বাংলাদেশ সরকারকে বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। তবে বাংলাদেশ সরকার অবশ্য বলছে, বাংলাদেশে সঙ্খ্যালঘুরা নিরাপদ রয়েছেন। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এবার চিন্তা প্রকাশ করলো ব্রিটেন। ব্রিটেন বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে সেদেশের নাগরিকদের বাংলাদেশের বেশ কিছু এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার নির্দেশিকা জারি করেছে।
দূতাবাস দিল নির্দেশ
ব্রিটেনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশে থাকা ব্রিটেনের দূতাবাসের মাধ্যমে। বাংলাদেশের বর্তমান উত্তেজনার পরিস্থিতির মধ্যে ব্রিটেনের এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।