ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের রাজ্য পুলিশে (West Bengal Police) বড়সড় রদবদল। সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদেও রদবদল হয়েছে বলে খবর। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দিন আগেই এই বদলের ইঙ্গিত দিয়েছিলেন।
রাজ্য পুলিশে রদবদল (West Bengal Police)
বুধবার নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ পায় (West Bengal Police)। গোয়েন্দা প্রধান রাজশেখরনকে সরানোর বিষয়টি সামনে আসে। রাজাশেখরনকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ট্রেনিংয়ে। তুলনামূলকভাবে ভাবে অনেক কম গুরুত্বপূর্ণ পদ তাঁকে দেওয়া হয়েছে। তবে রাজশেখরনের পরিবর্তে কাকে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান পদে আনা হবে, তা এখনও জানায়নি রাজ্যের প্রশাসনিক দপ্তর নবান্ন।
রাজ্য পুলিশ ও CID-র ভূমিকাতে ক্ষোভ মুখ্যমন্ত্রীর (West Bengal Police)
প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগেই শিয়ালদহে অস্ত্র উদ্ধারের ঘটনায় উঠে এসেছিল ভিন রাজ্যের যোগের কথা। তারপর কসবাকাণ্ড, সেখানেও বিহার যোগ উঠে আসে (West Bengal Police)। রাজ্যে একের পর এক ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নবান্নের সভাঘরে রাজ্য পুলিশ ও সিআইডি-র একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।
আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশে মৌলবাদের দাপট, সংখ্যালঘুদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ
আগেই রদবদলের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর (West Bengal Police)
রাজ্যের ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি সিআইডি রদবদল করব (West Bengal Police) পুরোটাই। আর যাঁর যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগ পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যা কথা বলেও অভিযোগ করে। অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কড়া পদক্ষেপ করো। কেউ তাতে বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবও না।” আর তারপরই এই রদবদল। এডিজি ওয়ান রাজাশেখরনকে রাজ্য পুলিশের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হল।
আরও পড়ুন: Upper Primary Counseling Date: উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টের কাউন্সেলিং কবে? জানুন তারিখ
রদবদল তিন আইপিএস কর্তার পদও
দময়ন্তী সেন, যিনি রাজ্য পুলিশের ট্রেনিংয়ে চলে গিয়েছিলেন, তাঁকে এডিজি আইজি পলিসি মেকিং পদে আনা হল। অর্থাৎ রাজ্য পুলিশের নীতি নির্ধারকের ভূমিকায় এবার দময়ন্তী। এডিজি আইজি ইবি থেকে রাজীব মিশ্রকে এডিজি আইজি অর্গানাইজেশন এবং মর্ডানাইজেশন পদে আনা হয়েছে।
রাজ্য পুলিশ সূত্রে খবর, এটা একটা রুটিন রদবদল। তবে নতুন গোয়েন্দা প্রধান কে, তা এখনও রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়াকিবহালমহলের ধারণা খুব শিগগির পুলিশ ও প্রশাসনিক স্তরেও বেশকিছু রদবদল হবে। এমনকি সচিবদেরও বদল হওয়ার সম্ভবনা রয়েছে।