ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রানি রাসমণি রোডে চিকিৎসকদের দ্রোহের কার্নিভালে অনুমতি হাইকোর্টের। ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। চিকিৎসকদের দ্রোহের কার্নিভালে অনুমতি আদালতের। দ্রোহের কার্নিভালে অনুমতি বিচারপতি রবি কিষান কাপুরের। রানি রাসমণি রোড সহ ধর্মতলা চত্বরে পুলিশের জারি করা ১৬৩ ধারা খারিজ। রাজ্যের আর কোথাও কি ১৬৩ ধারা জারি করা বাকি রয়েছে? প্রশ্ন বিচারপতির।
রামলীলা ময়দান দ্রোহের কার্নিভাল করার প্রস্তাব দিয়েছিল রাজ্য। একইসঙ্গে রাজ্যের আগামিকাল দ্রোহের কার্নিভালের প্রস্তাব খারিজও করল হাইকোর্ট। একসঙ্গে দুটো কার্নিভাল করতে কি শর্ত? রাজ্যের কাছে জানতে চান বিচারপতি। আপনারা কোনও শর্তেই দ্রোহের কার্নিভাল করতে দেবেন না? প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতির। ১৬৩ ধারা জারির এই বিজ্ঞপ্তি অসামঞ্জস্যপূর্ণ, মন্তব্য বিচারপতি কাপুরের। তারপরই শান্তিপূর্ণভাবে দ্রোহের কার্নিভাল করার অনুমতি আদালতের।
পুলিশের জারি করা ১৬৩ ধারা খারিজ করে ব্যারিকেড তুলে নেওয়ার নির্দেশ হাইকোর্টের। রেড রোড ও রানি রাসমণি রোডের মাঝে ব্যারিকেড থাকবে, নির্দেশ হাইকোর্টের।