ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলার শিল্প ধরা পড়ুক বিদশের মাটিতে। হলিউড-টলিউডের শিল্পীরা একসঙ্গে কাজ করুন সিনেপর্দায় ৷ চলচ্চিত্র উৎসবে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুরু হল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ বুধবার ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই।
বিদেশি অতিথিদের পাশাপাশি এদিন মঞ্চ আলো করেন সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, দেব, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় সহ আরও অনেকে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাংলার শিল্পীদের প্রতিভা আকাশ ছোঁয়া ৷ বিদেশি পরিচালকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, বাইরের সিনেমা এখানে আসুক ৷ বাংলার শিল্প ধরা পড়ুক বিদেশির মাটিতে ৷
আরও পড়ুন: https://tribetv.in/west-bengal-police-several-posting-changes-by-mamata/
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অতীতের স্মৃতিচারণও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় উঠে আসে ২৬ দিনের অনশনের প্রসঙ্গও। গত কয়েক বছর ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলেন অমিতাভ বচ্চন ৷ শারীরিক অসুস্থতার কারণে এবারে আসতে পারেননি বিগ বি৷
আরও পড়ুন: https://tribetv.in/partha-chatterjee-bail-supreme-court-justice-deny/
অন্যান্য বার থাকলেও এবারে অনুপস্থিত ছিলেন শাহরুখ খান ও। মুম্বইয়ের শিল্পীদের যে তিনি মিস করছেন, এদিন সে কথা প্রকাশ্যেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের ফেস্টিভ্যালে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহার মতো ব্যক্তিত্বদের।