ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘আনন্দী’ ধারাবাহিকে (Anandi Serial Upcoming Episode) ধামাকাদার পর্ব। আনন্দী লাহিড়ী বাড়িতে (Lahiri house) ফিরে এসেছে। তারপরেই দেবী দুর্গার (Durga) নেকলেস উদ্ধারে নেমে পড়ল। সঙ্গে আছে আদিদেব লাহিড়ী (Aadidev Lahiri)। অর্থাৎ আনন্দীর স্বামী। তবে কি এবার চৈতির মুখোশ খুলবে? চৈতিকে সবার সামনে আদি আর আনন্দী এক্সপোজ করতে পারবে তো? সেই গল্পই থাকছে আগামী পর্বে (Upcoming episode)।
বিভিন্ন চরিত্র (Anandi Serial Upcoming Episode)
“এই পথ যদি না শেষ হয়” (Ei Poth Jodi Na Sesh Hoy) ধারাবাহিকের সাত্যকি আর ঊর্মি আবারও পর্দায় ফিরেছে। নতুন গল্প ‘আনন্দী’তে (Anandi Serial Upcoming Episode)। এছাড়াও ধারাবাহিকে তাদের মাঝে জায়গা খুঁজে নিতে চাইছে তিতির। আদির ভূমিকায় রয়েছেন ঋত্বিক মুখোপাধ্যায় (Ritwik Mukherjee)। আনন্দীর ভূমিকায় অভিনয় করছেন অন্বেষ হাজরা (Annwesha Hazra)। ঋত্বিক মুখোপাধ্যায়ের অন স্ক্রিন প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী সৃজনী মিত্র। অর্থাৎ পর্দার তিতির।
টানটান উত্তেজনা (Anandi Serial Upcoming Episode)
‘আনন্দী’তে এখন টানটান উত্তেজনা (Anandi Serial Upcoming Episode)। তিতির চাইছে আদিকে নিজের করে পেতে। আপর দিকে আদির মন পড়ে রয়েছে আনন্দীর দিকে। লাহিড়ী পরিবারে আদির বাবা থেকে শুরু করে বেশ কিছু সদস্য রয়েছেন, যারা আনন্দীকে একেবারেই পছন্দ করেন না বরং তিতিরকে চাইছে আদির স্ত্রী হিসেবে। তাই আনন্দীর সামনে একের পর এক সমস্যা তৈরি করছে। যদিও আদি আর আনন্দীর সম্পর্ক এবার স্বাভাবিক হওয়ার পথে। সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেই রকমই একটি প্রোমো। যেখানে দেখা গিয়েছে, ধীরে ধীরে এবার আদি আর আনন্দীর মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে।
আরও পড়ুন: Tota Roy Chowdhury: বাঙালি পুরুষও নাচতে পারে, বলিউডে প্রমাণ করলেন টোটা রায় চৌধুরী
আছে আরও ট্যুইস্ট
কিন্তু তার থেকে আরও বড় একটা টুইস্ট রয়েছে। লাহিড়ী বাড়িতে ধামাকাদার ঘটনা ঘটতে চলেছে। আনন্দীকে ভালোবাসে লাহিড়ী পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা সবাই একজোট হয়েছে, নেকলেস উদ্ধার করবে। রীতিমত গোয়েন্দা সাজে নেমে পড়েছে। ওদিকে ঠাম্মিও মা দুর্গার গয়না ফেরানোর জন্য একটা পুজোর আয়োজন করেছেন। এখন আদি আর আনন্দীর সামনে বড় পরীক্ষা। ভালো ভাবে বুঝে গিয়েছে, চৈতি মা দুর্গার গয়না সরিয়ে দিয়েছে।
ফেরাতে হবে গয়না
মা দুর্গার আসল গয়না ফিরিয়ে আনতে হবে। সেই লড়াই এবার একসাথে লড়ছে আদি আর আনন্দী। আগামী পর্বেই দেখতে পাবেন, আদি-আনন্দী কিভাবে দু’জনে মিলে চৈতির আসল স্বরূপটা সবার সামনে তুলে ধরবে। চৈতি যে গয়নাটা সরিয়েছে, সেটা লাহিড়ী পরিবারের সবার সামনে তারা প্রমাণ করতে চলেছে।
আরও পড়ুন: Salman Khan: শুটিং ফ্লোরে সলমনকে মারার হুমকি! বিষ্ণোই গ্যাং তাড়া করছে ভাইজানকে?
হার মানবে না চৈতি
যদিও চৈতি এত সহজে হার মানার নয়। হয়ত নতুন পরিকল্পনা করে রেখেছে। মিডিল ইস্ট নার্সিংহোম চৈতির লোভের কারণে বারংবার নানান সমস্যার মুখে পড়ছে। যেটা আদি বুঝতে পারছে। কিন্তু হাত বাঁধা। এই জট খুলতে আগামী পর্বগুলোতে একসঙ্গে হাতে হাত রেখে লড়াই করবে আদি আর আনন্দী।