ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়া থেকে শুরু করে বাংলার দর্শকমহলে যখন ‘খাদান’ (Khadaan) নিয়ে হৈ চৈ, তখন কিন্তু বারংবার আলোচনা চলছে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) আর দেবের (Dev) গান নিয়ে (Dev-Jisshu in Khadaan)। খাদানে এই দুই সুপারস্টারকে দেখে ভীষণ খুশি অনুরাগীরা। কিন্তু এক ফ্রেমে এই যে দেব আর যিশুকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতটা সহজ ছিল না। অভিনেতা যিশু সেনগুপ্তকে নাকি রীতিমত ইমোশনাল ব্ল্যাকমেইল করেছেন দেব। তবেই এই ছবিতে কাজ করেছেন যিশু সেনগুপ্ত। আর এই কথাটা অকপটে স্বীকার করলেন দেব।
মুক্তিতে নেই যিশু (Dev-Jisshu in Khadaan)
আসন্ন ছবি খাদানের ‘হায়রে বিয়ে’র গান (Hayre biye song) মুক্তির মঞ্চে দেব সহ এই সিনেমার বহু কলাকুশলীরা উপস্থিত থাকলেও, ছিলেন না যিশু সেনগুপ্ত (Dev-Jisshu in Khadaan)। তিনি এখন কাজে মুম্বাইতে (Mumbai) রয়েছেন। গান মুক্তির মঞ্চ থেকেই, যিশুকে ফোনে ধরলেন দেব। লাউড স্পিকারে দেওয়া ছিল। সবাই শুনলেন খাদানের দুই তারকার কথোপকথন।
খাদান সম্পর্কে অভিনেতার মত (Dev-Jisshu in Khadaan)
খাদান সম্পর্কে যিশুর মতামত নিলেন অভিনেতা দেব (Dev-Jisshu in Khadaan)। আবার বেফাঁস প্রশ্নও করলেন। বললেন, “যিশুদা শুনছি তুমি শাহরুখ খানের সঙ্গে নাকি অভিনয় করছ?” ওপার থেকে জোরালো হাসি হেসে দেবের সহ অভিনেতা অর্থাৎ যিশু বললেন, “আমিও তেমনি শুনছি রে। কিন্তু এখনও কোনও চুক্তিপত্র আমার কাছে আসেনি”।
ধন্যবাদ জানালেন টিমকে
এছাড়াও দেব বেশ মজার ছলেই বলেন, “যিশুদা তোমাকে আর স্নেহাকে নাকি দারুণ মানিয়েছে”। তখন যিশু বলেন, একেবারেই নয়। এই সিনেমায় এবং এই গানের অংশ হতে পেরে তিনি ধন্যবাদ জানান সিনেমার টিমকে। এও বলেন, তাঁকে যে সুযোগ দেওয়া হয়েছে, এটা অনেক বড় পাওনা।
দেবের উদ্দেশ্যে কথা
দেবের উদ্দেশ্যে বলেন, “তোর সম্বন্ধে ভালো বলার জায়গা নেই। সারা মিডিয়া, সারা বাংলা, যে ক’জন মানুষ তোকে চেনে, সবাই জানে তুই কেমন মানুষ। আশা করি ভবিষ্যতেও আরও কাজ করবো”। খাদান এমন একটা সিনেমা বাংলা কমার্শিয়াল সিনেমার সিনারিওটা বদলে দেবে।
আরও পড়ুন: Annwesha Hazra: খারাপ সময় কাটালেন অন্বেষা, শুটিংয়ে ফিরলেন স্বীকৃতিকে নিয়ে!
পরিকল্পনা করে নেওয়া
খাদানে যে যিশু সেনগুপ্তকে খুব পরিকল্পনা করে নেওয়া হয়েছে। এমনও নয়। দেবের বাড়িতে সুইমিং পুলের সামনে বসে গল্পটা শুনেছিলেন যিশু। তখন বলেছিলেন, এই সিনেমার সঙ্গে তিনি আছেন। এই সিনেমার অংশ হতে চেয়েছিলেন তিনি। দেবের বক্তব্য যিশুদাকে আমি ইমোশনাল ব্ল্যাকমেইল করে, এই ছবিতে নিয়েছি। কারণ যিশুদা ভীষণ ব্যস্ত মানুষ। কখনও বম্বের গুলি দিচ্ছে, তো কখনও সাউথের গুলি দিচ্ছে। আমি শুধু ফোন করে বলেছিলাম, ছবি হচ্ছে। শুটিং হচ্ছে। ডেটটা পাঠিয়ে দিচ্ছি”।
ব্যতিক্রমী সিনেমা
সর্বোপরি এটা বলা যেতেই পারে, খাদান একটু ব্যতিক্রম ছবি। বাংলা সিনে দুনিয়ায়, বিশেষ করে কমার্শিয়াল জগতে নতুন মাইলস্টোন রচনা করবে। ইতিমধ্যেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খাদানের মুক্তিপ্রাপ্ত দুটি গান দেখে।