ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের শিরোনামে ভাঙড় (Bhangar)। আরাবুল ইসলামের (Arabul Islam) উপস্থিতিতেই ভাঙড়-২ নং পঞ্চায়েত অফিসে উত্তেজনা (Panchayet Arabul Chaos)। তল্লাশিতে আরাবুলের গাড়ি থেকে উদ্ধার কোদালের বাঁট, প্লাস্টিকের পাইপ। শওকত মোল্লার (Shaukat Molla) অনুগামীদের সঙ্গে আরাবুল অনুগামীদের তর্ক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে (Panchayet Arabul Chaos)। কেন গাড়িতে লাঠিসোঁটা? উঠছে প্রশ্ন।
ভাঙড়-২ নং পঞ্চায়েতে আরাবুল (Panchayet Arabul Chaos)
সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন আরাবুল ইসলাম (Arabul Islam), একই সঙ্গে তাঁর অনুগামীরাও ফের অক্সিজেন পেয়েছেন ভাঙড়ে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Shaukat Molla) অনুগামীদের সঙ্গে চাপা উত্তেজনাও দেখাও গিয়েছে। বৃহস্পতিবার আরও বাড়লো সেই উত্তেজনা (Panchayet Arabul Chaos)?
আদালতের নির্দেশ (Panchayet Arabul Chaos)
আদালতের নির্দেশে ভাঙড়-২ নং পঞ্চায়েত (Bhandar-2 Panchayat) দফতরে যাতায়াত শুরু করেছেন আরাবুল ইসলাম। হাইকোর্টের নির্দেশ (High Court order), আরাবুল ইসলাম সপ্তাহে দু’দিন পঞ্চায়েত সমিতিতে যেতে পারেন। পঞ্চায়েত দফতর সংলগ্নই রয়েছে বিডিও অফিস। যে সমস্ত গাড়ি এদিন ভিডিও অফিস চত্বরে প্রবেশ করছিলো সেই সমস্ত গাড়িতে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ, বাদ যায়নি আরাবুল ইসলামের গাড়িও (Arabul Islam’s car)। অভিযোগ নাকা তল্লাশিতে আরাবুলের গাড়ি থেকেই উদ্ধার হয় কোদালের বাঁট, প্লাস্টিকের পাইপ। কড়া নিরাপত্তার মধ্যেও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি (Panchayet Arabul Chaos)।
আরও পড়ুন: West Bengal News: রানি রাসমণিতে সনাতনী সমাবেশ, বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সমাবেশ
শওকত-আরাবুল অনুগামীদের তর্ক (Arguments between Shawkat-Arabul Followers)
ঘটনা চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পরে বিডিও অফিস (BDO Office) চত্বরে। গাড়িতে লাঠিসোঁটা কী কারণে? প্রশ্ন করতেই পুলিশের সঙ্গে আরাবুল ইসলামের বচসা (শুরু হয় বলেও অভিযোগ। তারই মাঝে শওকত মোল্লার অনুগামীদের সঙ্গে আরাবুল অনুগামীদের তর্ক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়। আরাবুল অনুগামীদের শাসানো ও মারধরের অভিযোগ ওঠে ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে।
ক্ষোভ প্রকাশ হাকিমুল ইসলামের (Hakimul Islam Expressed Anger)
অন্যদিকে, পাল্টা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা শওকত মোল্লা ঘনিষ্ট মহঃ খয়রুল ইসলামের (MD Khairul Islam) বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন আরাবুল ইসলাম ঘনিষ্ট তৃণমূল কর্মীরা। একইসঙ্গে ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম (Hakimul Islam)। হাকিমুল ইসলামের দাবি, গাড়ি থেকে পতাকা লাগানোর প্লাস্টিকের লাঠি উদ্ধার করেছে পুলিশ। একজন রাজনৈতিক নেতার কাছে পতাকা লাগানোর লাঠি থাকবে এটা স্বাভাবিক ব্যাপার। এই নিয়ে অহেতুক শোরগোল করছে তৃণমূল।
আরও পড়ুন: Yellow Taxi: রাস্তা ছাড়ছে পুরনো ‘হলুদ ট্যাক্সি’! এবার কলকাতার রাস্তায় ছুটবে ‘হলুদ ক্যাব’?
৭ মাস পর জেল মুক্তি আরাবুলের (Arabul Was Released After 7 Months)
প্রসঙ্গত, আইএসএফ (ISF) কর্মীকে খুনের অভিযোগে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। ৭ মাস পর জেল থেকে মুক্তি পান তিনি। ১০ মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরলেও নিজের ঘরে ঢুকতে পারেননি আরাবুল ইসলাম। নিজের ঘর ফিরে পেতে ভাঙড়ের তৃণমূল নেতা বিডিও-র কাছে আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। এদিনও নিজের ঘরে ঢুকতে পারেননি আরাবুল ইসলাম। বিডিওর ঘরে বসে আলোচনা করেছেন তিনি। কথা বলেছেন অনুগামীদের সঙ্গে।
ভাঙড়ে নতুন করে উত্তেজনা ?
শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে আরাবুল ইসলামের অনুগামীদের ওপর হামলার অভিযোগের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তার ওপর আরাবুলের গাড়ি থেকে উদ্ধার লাঠিসোঁটা, তাহলে কি ফের অশান্তির ছায়া ভাঙড়ে? উঠছে প্রশ্ন। কী কারণে গাড়িতে রাখা হয়েছিল কোদালের বাঁট, প্লাস্টিকের পাইপ? সেই বিষয় জানার চেষ্টা করছে পুলিশ ।