ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ধীরে ধীরে ফর্মে ফিরছিল শীত (Weather Update)। ঝেঁপে ঠান্ডা না পড়লেও শীতের হালকা শিরশিরানি বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল বঙ্গবাসী।সোয়েটার বা হালকা জ্যাকেট চাপিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন অনেকেই। ডিসেম্বরের পিকনিকের প্ল্যানটাও প্রায় ঠিক হয়েই গিয়েছিল। আর এরই মধ্যে আবার দুঃসংবাদ। ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। পশ্চিমি ঝঞ্ঝার মেঘ বাংলার আকাশে।
শীতের পথে বাধা পশ্চিমি ঝঞ্ঝা (Weather Update)
উত্তুরে হাওয়ার জোর বাড়তেই পারদ পতন, বেড়েছে ঠান্ডার আমেজ। তবে এই পারদপতন সাময়িক। সোমবার থেকে ফের ধাক্কা খাবে ঠাণ্ডা (Weather Update)। পশ্চিমি ঝঞ্ঝার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। সেই সঙ্গে দার্জিলিঙের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রাও কিছুটা বাড়বে, জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তারপর আবার বাড়বে তাপমাত্রা (Weather Update)। আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণের বাকি অংশে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: Panchayet Arabul Chaos: আরাবুলের গাড়িতে তল্লাশি পুলিশের, উত্তপ্ত পঞ্চায়েত অফিস চত্বর!
উত্তরবঙ্গের আবহাওয়া (WEATHER UPDATE)
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এ ছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে সকালের দিকে প্রতিটি জেলাতেই কুয়াশার কারণে সমস্যা হতে পারে, সতর্ক করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা কমে পরে আবার দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে সিকিম এবং সিকিম সংলগ্ন দার্জিলিঙের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে বরফ পড়তে পারে উত্তরের কিছু অংশে।
আরও পড়ুন: West Bengal News: রানি রাসমণিতে সনাতনী সমাবেশ, বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সমাবেশ
শীত আদৌ পড়বে তো?
ডিসেম্বর – জানুয়ারি মাস মানেই হার কাঁপানো ঠান্ডা। তবে এবছর ডিসেম্বর এসে গেলেও ঠান্ডা সেভাবে না পড়ায় শীতপ্রেমী বাঙালি আশঙ্কায় ভুগছে, শীত আদৌ পড়বে তো? কিন্তু কথায় আছে, ‘আশায় বাঁচে চাষা’, বাঙালিরও এখন সেই হাল। হাওয়া অফিস বলছে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা নামতে পারে আরও বেশ কিছুটা। তখনই পড়বে আসল শীত।