ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওয়েব সিরিজ (web series) কিংবা সিনেমা (Cinema) নয়। পুনরায় ধারাবাহিককেই বেছে নিলেন আদৃত রায় (Adrit Roy)। মিঠাই (Mithai) ধারাবাহিকের পর প্রায় এক বছরের একটা লম্বা বিরতি। তারপর নতুনভাবে ফিরলেন ‘মিত্তির বাড়ি’ (Mittir Bari) ধারাবাহিকে।
কিন্তু ধারাবাহিকে কেন? (Adrit Roy)
কিন্তু ধারাবাহিকে কেন? কেনই বা তিনি সিনেমা বা ওয়েব সিরিজে গেলেন না? হাতে অফার এসেছিল প্রচুর। এই এক থেকে দেড় বছরে তিনি বহু স্ক্রিপ্ট পড়েছেন। কিন্তু শেষমেষ কেনই বা ডিসিশন নিলেন, যে তিনি ধারাবাহিক করবেন? আসলে মাঝে এই এক-দেড় বছর অভিনেতার কাছে বহু কাজ এসেছে (Adrit Roy)। কিন্তু কোনও স্ক্রিপ্ট তাঁর সেভাবে ভালো লাগেনি। সেটা ওয়েব সিরিজ হোক কিংবা সিনেমার।
কী বললেন তিনি? (Adrit Roy)
অভিনেতার কথায় (Adrit Roy), প্রচুর পরিশ্রম করে একটা জায়গা পাওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে দর্শক ভরসা করে, আদৃত যদি থাকে, তাহলে একটা ভালো পারফরম্যান্স দেবে। সেই জায়গাটা তিনি নিরাশ করতে পারবেন না। বহু গল্প শুনে তাঁর মনে হয়নি, যে এই ছবিটা তিনি করবেন। কিন্তু যখন ‘মিত্তির বাড়ি’র অফার পেলেন, আইনজীবী ধ্রুব মিত্তিরের চরিত্রটা শুনলেন, তখনই ঠিক করলেন এই কাজটা করা ঠিক হবে।
আরও পড়ুন: Rubel-Shweta Wedding Update: বিয়ে পিছোচ্ছে না, রুবেল বললেন “যা রটছে তা লজ্জাজনক”
লম্বা বিরতি
মনে পড়ে ‘মিঠাই’ ধারাবাহিকের কথা? মনে পড়াটাই স্বাভাবিক। জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছিল। এখনও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। মিঠাইয়ের উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায় হয়ে ওঠে মেয়েদের হার্টথ্রব। তারপর ধারাবাহিক শেষ হলে। মাঝে একটা লম্বা বিরতি। অভিনেতার কথায়, “আমার চেয়ে অনেকে পরিশ্রম বেশি করেন। কিন্তু তিনি প্রচুর ভালবাসা পেয়েছেন। তাঁর ফ্যান আর শুভাকাঙ্ক্ষীরা আদৃতকে হারাতে দেয়নি”। যে চরিত্রটা তিনি করেছিলেন অর্থাৎ উচ্ছে বাবু চরিত্রটা মানুষ ভোলেনি। এর পিছনে যাদের ভূমিকা রয়েছে, লেখিকা থেকে শুরু করে জি বাংলার পুরো টিম, প্রত্যেকের কাছে অভিনেতা কৃতজ্ঞ।
আরও পড়ুন: Debalina Birthday: জন্মদিনেও ফিটনেসে ফাঁকি নয় দেবলীনার! কী উপহার দিলেন গৌরব?
পরিশ্রম চালিয়ে যাবেন
অভিনেতাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু সেই পরিশ্রমে জায়গাটা তিনি একেবারেই হারাতে চান না। সে জায়গাটা তিনি তৈরি করেছেন। মন থেকে যদি কোনও সিনেমা, সিরিজ কিংবা ধারাবাহিকের গল্প পছন্দ না হয়, স্ক্রিপ্ট যদি প্রথমেই তাঁর ভালো না লাগে, তিনি সেই কাজ করেন না। দেড় বছরে প্রচুর কাজ পাওয়া সত্ত্বেও, কিন্তু তিনি সেই অফারগুলো অ্যাকসেপ্ট করেননি। ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের আইনজীবী চরিত্রটা তাঁর ভালো লেগেছে এবং তিনি আবার সেই ধারাবাহিকের পর্দাতেই ফিরলেন। তবে ধ্রুব মিত্তিরের সঙ্গে মিঠাইয়ের উচ্ছে বাবুর আকাশ পাতাল পার্থক্য। পর্দায় দুটো চরিত্র আলাদা।