ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘পুষ্পা-২’ (Puspa 2) ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা। বুধবার হায়দরাবাদে ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগীর মৃত্যু। অনুরাগীর মৃত্যুর খবর পেতেই শোকপ্রকাশ আল্লু অর্জুনের (Allu Arjun)। মৃত মহিলার পরিবারকে আর্থিক সাহায্যেরও ঘোষণা দক্ষিণী অভিনেতার।
বুধবার রাতে হায়দরাবাদে ‘পুষ্পা-২'(Puspa 2) ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে এন্ট্রি নেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি এক মহিলার। তাঁর ৯ বছরের ছেলে গুরুতর জখম। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Deepika Padukone: মেয়ের জন্মের পর এই প্রথম প্রকাশ্যে দীপিকা, পা মেলালেন দিলজিতের কনসার্টে
অনুরাগীর মৃত্যুর খবর কানে যেতে শোকপ্রকাশও করেছেন দক্ষিণী অভিনেতা। আর এবার, মৃত মহিলার পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণাও করলেন আল্লু অর্জুন (Allu Arjun)। জানা গিয়েছে, অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন দক্ষিণী অভিনেতা।
ছবি চলছে রমরমিয়ে। প্রথমদিনেই বক্স অফিস কালেকশন প্রায় ৬০ কোটি টাকা! ছবি ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, তখনই এই দুর্ঘটনাকে ঘিরে অস্বস্তিতে পড়তে হয়েছিল ছবির নায়ক আল্লু অর্জুনকে। মহিলা অনুরাগীর মৃত্যুতে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) নামে দায়ের হয়েছে অভিযোগও। গোটা ঘটনার নেপথ্যে দায়ী কারা? চলছে তদন্ত।