ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে হিন্দু নির্যাতনের মধ্যেই ফের বাবরি মসজিদ তৈরির দাবি হুমায়ুন কবীরের। সোমবারের পর মঙ্গলবারও বেলডাঙায় বাবরি মসজিদ গড়ার হুমায়ুনের মুখে। বিতর্কের ঝড় রাজ্য-রাজনীতিতে।
বাংলাদশে অব্যাহত সংখ্যালঘু নির্যাতন। হিন্দুদের বাড়িঘর লুটপাট, মন্দির ভাঙচুর, নারীদের উপর শ্লীলতাহানির ঘটনা ঘটছে। প্রতিবাদের আঁচ পড়েছে এপার বাংলায়ও। রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এই আবহে বাংলার মাটিতে বাবরি মসজিদ পুনর্নির্মাণের পরিকল্পনা নিয়ে ঝড় তুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় একটি মসজিদ ট্রাস্ট গঠন করে, সেখানে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করতে চান।
আরও পড়ুন: https://tribetv.in/no-confidence-in-rajya-sabha-against-jagdeep-dhankhar/
হুমায়ুন কবীরের মতে, মুর্শিদাবাদ জেলা দেশের সবচেয়ে মুসলিম অধ্যুষিত জেলা। এখানে মুসলিমদের সংখ্যা প্রায় ৭০ শতাংশ, যা দেশের অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি। তিনি জানান, মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য উপযুক্ত স্থান হতে পারে, কারণ এই জেলার মুসলিম জনগণের মধ্যে এটি একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ৬-ই ডিসেম্বর শিলান্যাস করার কথাও জানান তৃণমূল বিধায়ক।
তিনি মুখ খুললেই নাকি বিতর্ক তৈরি হয়। যদিও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে সংযত হতে। এবার হুমায়ুন কবীর কি রাজনীতি ছেড়ে ধর্মে মনোনিবেশ করছেন? যখন পড়শি দেশে হিন্দু নিপীড়নের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে। অব্যাহত নির্যাতন। ঠিক সেই আবহে কেন বারংবার বাবরি মসজিদ তৈরির কথা তুলছেন তৃণমূল বিধায়ক? প্রশ্ন জনমনে, প্রশ্ন বঙ্গ রাজনীতিতেও