ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেনারস পৌঁছে গেল জগদ্ধাত্রী (Jagaddhatri Team) টিম। সেখানে নতুন সম্পর্কের সমীকরণে জগদ্ধাত্রী-স্বয়ম্ভু। কিছু দৃশ্যের শুটিংয়ের জন্য জগদ্ধাত্রী পরিবারের সবাই একসঙ্গে উড়ে গেল বেনারস। সেখানে গিয়ে হবে বেশ কিছু দৃশ্যের শুটিং। এই মুহূর্তে গল্পের খাতিরে দেখানো হচ্ছে, জগদ্ধাত্রী মারা গিয়েছে। তার অস্থি ভাসাতে স্বয়ম্ভু যাচ্ছে বেনারস।
আসল অপরাধিকে ধরবে জগদ্বাত্রী (Jagaddhatri Team)
অপরদিকে জগদ্ধাত্রী যাচ্ছে আসল অপরাধীকে ধরতে (Jagaddhatri Team)। মেনানের সাহায্য নিয়েই অপরাধী ধরার খেলায় নেমেছে জগদ্ধাত্রী। এছাড়াও জগদ্ধাত্রীকে সাহায্য করার জন্য আছে কৌশিকী মুখার্জী। পুরো ঘটনার উপর নজর রাখতে বেনারস পাড়ি দিয়েছে উৎসব ও মেহেন্দি। এর সঙ্গে পাল্লা দিয়ে জগদ্ধাত্রীর শাশুড়ি মাও যাচ্ছেন বেনারস। সব মিলিয়ে পারিবারিক টানাপোড়নের মাঝে বেশ উত্তেজনা মূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে জগদ্ধাত্রী পরিবারে। সব রহস্যের জট খুলতে চলেছে বেনারসে।
বিমানবন্দরে টিম (Jagaddhatri Team)
ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে জগদ্ধাত্রীর পুরো টিমকে (Jagaddhatri Team) দেখা গিয়েছে। সেখানে তারা সবাই মিলে হাসিমুখে একটি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেয়। ছবি শেয়ারের কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বেনারসের গলিতে মজা করতে। বাংলা সিরিয়ালের ক্ষেত্রে সাধারণত এরকম আউটডোর শুটিং খুব কম দেখা যায়। কিন্তু জগদ্ধাত্রী ধারাবাহিক দীর্ঘ আড়াই বছর পার করে ফেললেও, তাদের গল্প দর্শকদের মন বারংবার জয় করেছে। এই বিশ্বাসের উপর ভরসা করে আসল লোকেশনে গিয়ে শুটিং হচ্ছে এই ধারাবাহিকের।
আরও পড়ুন: Ranojoy Bishnu: বন্ধুত্ব নাকি নতুন সম্পর্ক? কাকে নিয়ে মেলায় ঘুরলেন রণজয় বিষ্ণু?
মুখ দেখা বন্ধ
অন ক্যামেরা জগদ্ধাত্রী পরিবারের, একে অপরের সাথে মুখ দেখা দেখি বন্ধ থাকলেও, অফ ক্যামেরা তাদের সময় বেশ ভালই কাটছে। আউটডোর শুটিং বলে কথা, তার উপর বেনারস। বেশ হাস্যোজ্জ্বল এবং আনন্দের সঙ্গে তারা বেনারসের এই জার্নিটি উপভোগ করছেন। এই ধারাবাহিকের কলাকুশলীদের সামাজিক মাধ্যম দেখলেই আরও স্পষ্ট বুঝতে পারবেন। তারা অফ ক্যামেরা সবাই একে অপরের ভীষণ কাছের মানুষ। আউটডোর শুটিংয়ে কাজের ফাঁকে সবাই বেশ মজা করেই সময় কাটাচ্ছেন। বেনারস যাওয়ার খবর দর্শকরাও জেনে গিয়েছেন। দর্শকরা এখন অধিক আগ্রহে আছেন, আগামী পর্বগুলোর সম্প্রচার দেখার জন্য।
আরও পড়ুন: Rachna Banerjee: দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা করতেই চাননি রচনা, জোর করা হয়েছে!
গুঞ্জন
বাস্তবের জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু, অর্থাৎ অঙ্কিতা (Ankita Mallick) এবং সৌম্যদীপকে (Soumyadeep Mukherjee) নিয়ে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যায়। তাদের সম্পর্ক নাকি আগের মতো নেই। চিড় ধরেছে তাদের বন্ধুত্বে। সেসব গুঞ্জনকে রীতিমত বুড়ো আঙুল দেখালেন এই জুটি। একে অপরের সাথে কাটানো মজাদার মুহূর্তগুলো তারা সামাজিক মাধ্যমে আনন্দের সাথে ভাগ করে নিচ্ছেন। ছবি ভিডিও গুলো দেখলে স্পষ্ট ভাবে বোঝা যায়, যে তাদের বন্ধুত্ব ঠিক আগের মতই অটুট রয়েছে। তাদের সম্পর্ক কোনও বিতর্ক কিংবা গুঞ্জনের মাঝে পড়ে নষ্ট হয়ে যায়নি।