ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাইজানের জন্মদিনে (Birthday) এবার ভক্তরা তাঁকে আর সরাসরি উইশ করতে পারবেন না। গ্যালাক্সির বারান্দায় এবার মিসিং থাকবেন সলমন খান (Salman Khan)। তবে কী প্রাণনাশের হুমকিতে জন্মদিনের প্ল্যানটাই বদলে ফেললেন? বলছেন অনেকেই। ভাইজান বিষ্ণই গ্যাংয়ের হুমকিতে বেশ ভয়েই আছেন। আর দাদার জন্মদিন নিয়ে বড় তথ্য ফাঁস করে দিলেন সোহেল খান।
কড়া নিরাপত্তা (Salman Khan)
সিনেমার পর্দায় সলমন (Salman Khan) দাবাং, কিন্তু রিয়েল দুনিয়ায় এখন কড়া নিরাপত্তায় রয়েছেন। ঘুরছেন বুলেটপ্রুফ গাড়িতে। তাঁকে ঘিরে রেখেছে ডাকাবুকো সব বডিগার্ড। কিন্তু তারপরেও নিরাপত্তা নিয়ে যেন কিছুতেই চিন্তা কমছে না খান পরিবারের। তাই ভাইজানের জন্মদিনের প্ল্যানিংটাই এবার বদলে গেল। বড়দিনের পর আগামী ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পা দেবেন সলমন। সোহেল খান জানিয়েছেন এবারে একেবারেই ঘরোয়া ভাবে ভাইজানের জন্মদিন সেলিব্রেশন (Birthday celebration) হবে। শুধুমাত্র পরিবারে সদস্যরা উপস্থিত থাকবে। বড় জোর থাকতে পারে, হাতে গোনা কয়েকজন বন্ধু।
হুমকির মুখে সলমন (Salman Khan)
কখনও ফোন কলে, কখনও চিঠিতে, কখনও বা শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে সলমন খানকে (Salman Khan)। কখনও টাকা চাওয়া হচ্ছে। অপরদিকে লরেন্স বিষ্ণই গ্যাংয়ের দল দিব্যি বিন্দাসে আছে। তারা কিন্তু সলমনকে হুমকি দেওয়ার দায় নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। পর্দার দাবাং হলেও, সলমন বিষয়টা একেবারেই হালকা ভাবে নেননি। নিজের পুরো বাড়ি কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছেন। চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো। এমনকি বডিগার্ডের সংখ্যা বাড়িয়েছেন। বিশেষ বুলেটপ্রুফ গাড়ি নিয়ে ঘুরছেন। সবই আছে। কিন্তু তাও যেন কোথাও একটা ‘কিন্তু কিন্তু’ ভাব।
আরও পড়ুন: Lakh Takar Lokkhi Labh: স্বপ্ন পূরণের চাবিকাঠি “লাখ টাকার লক্ষ্মীলাভ”, হাসি ফোটাচ্ছে মহিলাদের মুখে
বাবা সিদ্দিকির হত্যা
যেভাবে বাবা সিদ্দিকিকে খুন করা হয়েছিল। এভাবে অতর্কিতে বড় ঘটনা ঘটে যাওয়া একেবারেই অস্বাভাবিক নয়। অথচ গত বছরও পরিস্থিতি স্বাভাবিক ছিল। সলমনের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভক্তদের ভিড় ছিল দেখার মতো। বাবা সেলিম খানকে সাথে নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন সলমন। ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেছিলেন। কিন্তু এবছর সেই দৃশ্য আর দেখা যাবে না। একেবারেই বাড়ির মধ্যেই তিনি থাকবেন। পারিবারিক ভাবে জন্মদিন সেলিব্রেশন করবেন। সমস্ত আয়োজন হবে বাড়ির মধ্যেই।
আরও পড়ুন: Jisshu Sengupta: অতীত ভুলতে চান, নতুন করে জীবন শুরু করছেন যীশু!
কৃষ্ণসার হত্যা
প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে লরেন্স বিষ্ণই গ্যাংয়ের নিশানায় রয়েছেন অভিনেতা। সব থেকে বেশি আতঙ্ক বেড়েছে বাবা সিদ্দিকির হত্যার পর। বাবা সিদ্দিকি সলমনের ঘনিষ্ঠ ছিলেন। বন্ধুকে হারিয়ে সলমন খান যথেষ্ট ভেঙে পড়েন। তার উপর একের পর এক হুমকি। এই ঘটনায় অভিযুক্ত কয়েকজন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু হুমকির নিশানা থেকে ভাইজান একেবারেই নিরাপদ নন।