ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাঁচ বছর অনেক সহ্য করতে হয়েছে। অনেকদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। ভালোবাসা আর শুধু প্রশংসা পাওয়ার জন্য। কিন্তু পেয়েছেন কি? হঠাৎ করে ভীষণ কষ্টের কথা বললেন অর্জুন কাপুর (Arjun Kapoor) । সম্প্রতি মালাইকার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। তবে কি তিনি মালাইকার (Malaika Arora)কাছ থেকে ভালোবাসা পেলেন না!
আক্ষেপ (Arjun Kapoor)
প্রশংসা তো দূর। এখন শুধুই অভিনেতার (Arjun Kapoor) মনে আক্ষেপ। বিচ্ছেদের পর থেকেই, একের পর এক আক্ষেপের কথা বলছেন। মন খুলে যেন সবার সঙ্গে কথা বলতে চাইছেন। প্রাণভরে নিশ্বাস নিতে চাইছেন। ঠিক কী এমন হল? যে অভিনেতা এত বড় কথা বললেন? তাঁর জীবনের গত পাঁচ বছর কেনই বা এতটা কঠিন ছিল?
সাম্প্রতিক সাক্ষাৎকার (Arjun Kapoor)
সম্প্রতি মশালা ডটকমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অর্জুন কাপুর (Arjun Kapoor) জানান, “অনেকদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছি, শুধুমাত্র ভালোবাসা আর প্রশংসা পাওয়ার জন্য। আমি মনে করি, আমার ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পর সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আমি সেই অনুভূতি নিয়ে বাঁচতে চাই। লোকেরা আমার অভিনীত চরিত্রের নাম দিয়ে সম্বোধন করুক, সেটাই চাই।” এই পাঁচ বছরেই তিনি অনেক স্ট্রাগল করেছেন। মনে করেন, এখনও ভালো সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। দায়িত্বের সঙ্গে সমস্ত কাজ বেছে নিতে হবে।
আরও পড়ুন: Salman Khan: বিষ্ণোই গ্যাংয়ের ভয়! সলমনের জন্মদিন সেলিব্রেশনে কড়া নিরাপত্তা
খলনায়ক অর্জুন
সম্প্রতি ‘সিংঘম এগেইন’ ছবিতে খলনায়কের চরিত্রের অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন অর্জুন। এছাড়াও মালাইকার সঙ্গে তাঁর সম্পর্কের বিচ্ছেদের কারণে তিনি এখন লাইমলাইটে রয়েছেন। অভিনেতা মনে করেন, তাঁর প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। তাঁর পাশে এমন মানুষ রয়েছেন, যারা তাঁকে জীবনে এগিয়ে দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত। তাঁর জীবনে যা কিছু খারাপ এসেছে, তা তিনি মনের জোরের সঙ্গে পার করতে চান।
পাঁচ বছর কঠিন সময়
অবশ্যই গত ৫ বছর তাঁর জীবনের অত্যন্ত কঠিন সময় ছিল। অনেক ধৈর্য ধরে তাঁকে অপেক্ষা করতে হয়েছে। কষ্ট করতে হয়েছে। তবে এই সময়টা তিনি উপভোগ করেছেন। কারণ এখানে নেগেটিভিটির পাশাপাশি পজিটিভিটি রয়েছে। একটা উৎসাহ রয়েছে। আর সত্যিকারের ভালোবাসা রয়েছে।
আরও পড়ুন: Lakh Takar Lokkhi Labh: স্বপ্ন পূরণের চাবিকাঠি “লাখ টাকার লক্ষ্মীলাভ”, হাসি ফোটাচ্ছে মহিলাদের মুখে
দীর্ঘ অপেক্ষা
মাঝেমধ্যেই অর্জুন কাপুর তাঁর মনের কথা নানান সাক্ষাৎকারে বলছেন। এবার বললেন, যে তিনি ভালোবাসা আর প্রশংসা পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন। তবে বর্তমানে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের ভালোবাসা অবশ্যই পাচ্ছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে কোনও ভালোবাসার মানুষ এসেছে কিনা অর্থাৎ তিনি প্রেমের সম্পর্কে নতুন করে জড়াবেন কিনা, তা জানাননি। অপরদিকে মালাইকাও নিজের জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। বলিউডের এই জনপ্রিয় জুটির বিচ্ছেদ কেন হল, তার আসল কারণ এখনও জানা যায়নি। অসমবয়সী প্রেম হলেও গুঞ্জন প্রচুর ছিল। কিন্তু সেই গুঞ্জনকে দূরে সরিয়ে রেখে বহু বছর সম্পর্কে ছিলেন তাঁরা। অর্জুন-মালাইকার বিচ্ছেদ এখন বলিউডের সবথেকে চর্চিত হট টপিক।