ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১০০০ কোটি নয়। বিশ্বে ২০০০ কোটির ক্লাবে এবার নাম লেখাবে ‘পুষ্পা ২’ (Pushpa 2 The Rule)। এমনটা যদি হয়, কেমন হবে বলুন তো? গোটা বিশ্বে হৈচৈ পড়ে যাবে। ‘পুষ্পা ২’ নতুন রেকর্ড (New record) তৈরি করবে। কিন্তু ২০০০ কোটির গণ্ডি পেরোনো তো আর মুখের কথা নয়। কিন্তু বিষয়টা ‘পুষ্পা টু’ এর কাছে অসম্ভব নয়। ‘পুষ্পা টু’ যেভাবে ঝড় তুলেছে, যে গতিতে এগিয়ে চলেছে, অনেকের অনুমান, এবার সেই গণ্ডি পেরোতে পারে। একটা সম্ভবনার দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণী এই সিনেমাটি।
কী ভেবেছিলেন বিশেষজ্ঞরা? (Pushpa 2 The Rule)
সিনে বিশেষজ্ঞদের আগেই অনুমান ছিল, এই ছবি (Pushpa 2 The Rule) বিশ্বে ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে। প্রথম সপ্তাহে বেশিদিন সময় লাগবে না। বাস্তবে কিন্তু সেই অনুমান সত্যি হলো। সময় লেগেছে মাত্র ৫ দিন। মুক্তির ৬ দিনের মধ্যে আল্লুর টিমের বাজিমাত। ১০০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে ‘পুষ্পা ২’। এই তো সেদিনের কথা। ৫ ডিসেম্বর গোটা ভারত জুড়ে মুক্তি পেয়েছে ছবিটি। তিন বছর অপেক্ষার অবসান ঘটিয়ে, ছবিটি মুক্তি পেতেই একের পর এক রেকর্ড। ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ভক্ত মনে।
চড়ছে উত্তেজনা (Pushpa 2 The Rule)
ট্রেলার মুক্তির পর থেকেই উত্তেজনার পারদ উত্তরোত্তর বেড়েই চলছিল। সিনে বিশেষজ্ঞদের অনুমান, সত্যি হয়েছে মাত্র পাঁচ দিনে। হাজার কোটি ক্লাবে জায়গা করে নিয়েছে ছবিটি (Pushpa 2 The Rule)। গত ১১ ডিসেম্বর বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, ছবিটি ইতিমধ্যেই আয় করে ফেলেছে এক হাজার দুই কোটি টাকা। ছবি প্রযোজনা সংস্থা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর সবার সামনে এনেছে। ছবি মুক্তির দিনই ছবিটি আয় করেছিল প্রায় ৩০০ কোটি টাকা।
আরও পড়ুন: Mannat: মন্নতে অধিকার নেই শাহরুখের, প্রশাসনের অনুমতি দরকার!
চলছে পুষ্পারাজ
গোটা দেশজুড়ে এখন যেন চলছে পুস্পা রাজের ঝড়। এই প্রতিযোগিতায় কোনও ছবি কিন্তু নাম লেখাইনি। একের পর এক সিনেমা হল হাউসফুল। গোটা বিশ্বজুড়ে আল্লু আর্জুনের অনুরাগীদের মনে এখন দাপিয়ে বেড়াচ্ছে এই ছবির অ্যাকশন দৃশ্য। ছবিটির নির্মাতারা প্রথম থেকেই আশাবাদী ছিল। বারংবার তারা ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্ব আরও চমক আনতে চলেছে। ছবির নির্মাণ বাবদ খরচ হয়েছিল ৫০০ কোটি টাকার বেশি। কিন্তু সপ্তাহ ঘুরতেই সেই টাকা পুষ্পা টিম ঘরে তুলে নিয়েছে। একবার ভাবুন তো, তাহলে লাভের অঙ্কটা ঠিক কতটা? তাই তো সবাই বলছে, এবার হয়ত ‘পুষ্পা ২’ ২০০০ কোটির ক্লাবেও নাম লেখাতে পারে। গড়তে পারে নতুন রেকর্ড।
আরও পড়ুন: Arjun Kapoor: পাঁচ বছর অনেক কষ্ট করেছেন, মালাইকাকে নিয়ে অর্জুনের আক্ষেপ!
কতটা থাকবে আল্লু অর্জুনের?
বক্স অফিসে এখন চলছে পুষ্পার ঝোড়ো ব্যাটিং। পুরনো সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করবে এই ছবি। শোনা যাচ্ছে, ছবিটি যে লাভ করবে তার চল্লিশ শতাংশ থাকবে আল্লু আর্জুনের (Allu Arjun) পকেটে। তিনি এই ছবির জন্য সাইনিং ফি নেননি। তার পরিবর্তে বেছে নিয়েছেন লাভ শেয়ারিং রেভিনিউ মডেল। অপরদিকে শোনা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করে রশ্মিকা পেয়েছেন ১০ কোটি টাকা। কিন্তু নায়কের সঙ্গে তাঁর পারিশ্রমিকের বিস্তর ফারাক। রশ্মিকার চেয়ে তিনগুণ বেশি আয় করেছেন আল্লু।