ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেয়ের বিয়ের (daughters’ marriage) অনুষ্ঠান বলে কথা। আনন্দ তো হবেই। প্রাক বিবাহ অনুষ্ঠানে বেজায় খুশি। নাচলেন পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। বিয়ের আসরে ছিল তারকাদের মেলা। তালিকায় ছিলেন অনেকেই। সুহানা খান, খুশি কাপুর, ববি দেওল থেকে শুরু করে ওরি, সানি লিওন, কল্কি, ইমতিয়াজ আলী। উপস্থিত ছিলেন সদ্য বিয়ে হওয়ার নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালাও। ঠোঁটে ঠোট রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অনুরাগ কন্যা আলিয়া (Aaliyah Kashyap) এবং শেন গ্রেগ।
আবেগপ্রবণ বড় (Anurag Kashyap)
বিয়ের সময় ছাদনা তলায় রীতিমত আবেগপ্রবণ হয়ে উঠলেন শেন। আলিয়াকে দেখে তাঁর চোখে জল। একদিকে বলিউডের বিখ্যাত পরিচালকের (Anurag Kashyap) মেয়ে, অপরদিকে পাত্র উদ্যোগপতি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর, সেই সম্পর্ক পরিণতি পেল গত বুধবার। সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে তাঁদের বিয়ের ছবি। গত এক সপ্তাহ ধরে রীতিমত ধুমধাম করে চলেছে প্রাকবিবাহ পর্ব। বিয়ের সেই সমস্ত সোহাগী মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন আলিয়া।
বালিতে বইয়ের প্রস্তাব (Anurag Kashyap)
বেশিদিন হয়নি। গত বছর বালিতে অনুরাগ (Anurag Kashyap) কন্যাকে শেন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তারপর থেকেই বিয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায় দুই পরিবারে। বিয়ের দিন আলিয়ার পোশাক ছিল চোখ ধাঁধানো। পরনে এই রঙিন পাথর খচিত হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। চুল খোলা। মাথায় ঘোমটা সহ মানানসই গয়না।
আরও পড়ুন: Pushpa 2 The Rule: ২০০০ কোটির ক্লাবে যাবে ‘পুষ্পা ২’! দেশজুড়ে আল্লুর ঝোড়ো ব্যাটিং
শ্যেনের সাজ
অপর দিকে শেনের পরনে ছিল সোনালী রঙের শেরওয়ানি। যাকে বলে রং মিলান্তি। গায়ে হলুদেও দু’জনে রং মিলিয়ে হলুদ পোশাক পরেছিলেন। মেহেন্দির অনুষ্ঠানেও দু’জনকে দেখা যায় গাঢ় সবুজ রঙের পোশাকে। নেট নাগরিকদের মধ্যে এখন কথা হচ্ছে, তাদের দুজনের ঠোঁটে ঠোঁট রাখা ছবি নিয়ে। বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানে মেয়ে আলিয়ার পাশাপাশি মধ্যমণি ছিলেন বাবা অনুরাগ। গত মে মাসেই অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ এই সুখবরটা দিয়েছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় শেনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন বলে দিয়েছিলেন, বিদেশি প্রেমিকের সঙ্গে খুব শীঘ্রই তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন। আর সেটাই হল।
আরও পড়ুন: Mannat: মন্নতে অধিকার নেই শাহরুখের, প্রশাসনের অনুমতি দরকার!
সোশ্যাল মিডিয়ায় ছবি
গত মে মাসে সোশ্যাল মিডিয়ায় তিনি দুটি ছবি শেয়ার করেন। একটিতে দেখা গিয়েছিল, হাতে হীরের আংটি দেখা যাচ্ছে। অপরটিতে প্রেমিককে চুম্বন করছেন। ক্যাপশনে লেখা ছিল, “অবশেষে সেই দিন। আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার সঙ্গী, আমার সোলমেট, এখন আমার বাগদত্ত। আসলে প্রেম কেমন হয়, তা আমার অনুভব করানোর জন্য ধন্যবাদ। তুমি আমার ভালোবাসা।” আলিয়া অনুরাগ এবং তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে। পেশায় একজন ইউটিউবার। বহুদিন ধরেই প্রেমিকের সঙ্গেই থাকেন।