ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজকে ভুল বুঝছে! রাজ চক্রবর্তী (Raj Chakroborty) নাকি দেবের (Dev) ‘খাদান’ (Khadaan) নিয়ে খারাপ কথা বলেছেন? তাই নিয়ে ট্রোল আর মিমের পাহাড় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বহু দর্শক একের পর এক তির্যক মন্তব্য করছেন, রাজ চক্রবর্তীকে টার্গেট করে। কেউবা প্রতিযোগিতামূলক মন্তব্য করছে ‘খাদান’ আর ‘সন্তান’কে (Santan) নিয়ে। এই দুই ছবিকে কেন্দ্র করে দর্শক মহলে শুরু হয়েছে বিতর্ক (Controversy)। এবার সেই বিষয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী। স্পষ্ট বললেন, তাঁকে ভুল বোঝা হচ্ছে। তাঁর কথার ভুল মানে বার করা হচ্ছে।
টলিউডের অন্দরে প্রতিযোগিতা নেই (Raj Chakroborty)
গত ২০ ডিসেম্বর একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। ‘সন্তান’, ‘খাদান’, ‘চালচিত্র’ এবং ‘ ৫ নং স্বপ্নময় লেন’। টলিউডের অন্দরে এই ছবিগুলোর মধ্যে একেবারেই প্রতিযোগিতা নেই। কিন্তু বক্স অফিসে কে কত দর হাঁকাবে, সে প্রসঙ্গ নিয়ে বারংবার কথা হচ্ছে। তবে খাদান ইতিমধ্যেই ঝড় তুলেছে। পিছিয়ে নেই সন্তানও। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডে রয়েছে এই বিষয়গুলো (Raj Chakroborty)।
সন্তানের প্রিমিয়ারে এক ঝাঁক তারকা (Raj Chakroborty)
সন্তানের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। সেখানেই দেখা গেল, রাজ চক্রবর্তীর (Raj Chakroborty) মাকে। তিনি তাঁর মাকেও ‘সন্তান’ দেখাতে নিয়ে এসেছিলেন। পরিচালকের কথায়, তাঁর মা বহুদিন ছবি দেখতে আসেন না। শুভশ্রীর কথায় বিশেষ করে এই দিন মাকে ‘সন্তান’ দেখাতে নিয়ে এলেন। নিশ্চয়ই বিগত কয়েকদিন দেখেছেন। টলি তারকারা ‘সন্তান’ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সেই তালিকায় বাদ পড়েনি সাধারণ মানুষও। এমনকি অনেকেই আছেন, যারা ‘সন্তান’ দেখে কেঁদে ফেলেছেন। চোখে জল দেখা দিয়েছে অনেকের।
আরও পড়ুন: Mukesh Khanna: রামকে পার্টি মদ্যপান ছাড়তে হবে, মুকেশের টার্গেটে রণবীর!
কী বললেন রাজ?
‘সন্তান’ ছবিটি নিয়ে রাজ চক্রবর্তীকে কেন্দ্র করে ভুল বার্তা ছড়াচ্ছে। তাও আবার সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী। তাঁর কথায়, “একটা বাংলা ছবির সঙ্গে অন্য আরেকটা বাংলা ছবির কোনও লড়াই। কিংবা প্রতিযোগিতা নেই। এই লড়াই আমাদের সকলের একসঙ্গে। অনুরাগীরা অনেক সময় ভুল ভেবে ফেলছেন”। যদিও রাজের টিম তাঁকে দেখিয়েছে, যারা ভুল বুঝে রাজকে কটাক্ষ করেছিলেন, তারা নিজেরাই ‘সন্তান’ দেখে ক্ষমা চেয়েছেন। আসলে এখানে পুরোপুরি ভুল বোঝাবুঝির ব্যাপার। তিনি কাউকে নিয়ে কিংবা কোনও ছবি নিয়ে খারাপ কথা বলেননি। খাদানের বিরুদ্ধেও কোনও খারাপ কথা বলেননি। তাঁর কথার ভুল মানে বার করা হচ্ছে। এমনটাই বললেন পরিচালক রাজ।
আরও পড়ুন: Khadaan Review: হিন্দি বা দক্ষিণী ছবি নয় বাংলা ছবিও পারে! কেমন হয়েছে খাদান?
শাপে বর
তিনি মনে করেন, অনুরাগীরা অনেক সময় ভুল বুঝে এরকম করে ফেলেন। তবে এতে শাপে বর হয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত চারটি বাংলা ছবি দর্শক দেখছে এবং দর্শক পছন্দ করছে।