ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “একদিন তুমি বড় হবে। বুঝতে শিখবে। যেদিন আমি প্রথম তোমায় দেখেছিলাম, সেদিন মনে হয়েছিল তোমার জন্য যেকোনও (Atul Subhash) দিন প্রাণ দিতে পারি। কিন্তু আমি আজ তোমার জন্য নিজের প্রাণ নিচ্ছি।” নিজের ২৪ পাতার সুইসাইড নোটে ছেলেকে নিয়ে এমনই একাধিক কথা লিখে গেছেন বেঙ্গালরের বাসিন্দা আতুল সুভাষ।
অতুল সুভাষের আত্মহত্যা (Atul Subhash)
সোমবার সকালে আতুল সুভাষ (Atul Subhash) নামে এক ৩৪ বছরের যুবকের মৃতদেহ উদ্ধারের সময় তার ঘরে পাওয়া গিয়েছিল এই ২৪ পাতার সুইসাইড নোট। যেখানে তার স্ত্রী ও স্ত্রীর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেন আতুল। জানা গেছে ওই যুবকের সঙ্গে তার স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়ার মামলা চলছিল। সেই মামলাতেই তাঁকে মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তুলে সুইসাইডের আগে একটি ভিডিও বার্তাও করেছেন তিনি। আতুল সুভাষের এই আত্মহত্যার গোটা দেশের আইন ব্যাবস্থার প্রতি অনাস্থা ও প্রশ্নের ঝড় তুলেছে। তাহলে কি ভারতের আইন ব্যবস্থা একপেশে?
আতুল ও নিকিতার পরিচয় ও বিভেদ (Atul Subhash)
২০১৯ সালে বেঙ্গালরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আতুল সুভাষের (Atul Subhash) সঙ্গে বিয়ে হয় নিকিতা সিঙ্ঘানিয়ার। নিকিতার সঙ্গে আতুলের পরিচয় হয়েছিল ‘টিন্ডার’ নামে একটি সাইট থেকে। বিয়ের পর থেকে আতুলের থেকে টাকা দাবি করতে শুরু করে নিকিতা ও তার পরিবার। সেই টাকা দিতে রাজি না হওয়ায় আতুলের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করে নিকিতা।
আরও পড়ুন: Delhi Assembly Election: কংগ্রেসের সঙ্গে জোট নয়, আপ একাই লড়বে দিল্লি বিধানসভায়
আতুলের বিরুদ্ধে অভিযোগ
আতুলের স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়া একাধিক অভিযোগ তুলেছিলেন। যার মধ্যে রয়েছে, আইপিসি ধারা ৩০২, আইপিসি ধারা ৪৯৮এ এবং আইপিসি ধারা ৫০৪, আইপিসি ধারা ৫০৬, আইপিসি ধারা ৩২৩ এর মতো একাধিক অভিযোগ। যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা ও আনন্যাচারাল সেক্সের মতো অভিযোগও।এরপরেই আতুলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় নিকিতার।
আতুলের ভিডিও বার্তা
বেঙ্গালরের ওই যুবক সুইসাইডের আগে একটি ভিডিও বার্তায় তার সঙ্গে ঘটা প্রত্যেকটি ঘটনার বিবরণ দিয়েছেন। সেখানে তিনি বলেন তার বিচারের সময় বিচারকে বলেছিলেন, তাঁকে মানসিক নির্যাতন করা হচ্ছে, যা তাঁকে সুইসাইডের মতো পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারে। কিন্তু বিচারক আতুলকে পাল্টা বলেছিলেন, তাহলে সুইসাইডের মতো পদক্ষেপ কেন নিচ্ছেন না? আত্মহত্যার আগে রেকর্ড করা সেই ভিডিওতে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বেঙ্গালরের ওই যুবক।
২৪ পাতার সুইসাইড নোট
বেঙ্গালরের ওই যুবক তার লেখা ২৪ পাতার সুইসাইড নোটে তার স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং বিচারপতির বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন। এর পাশাপাশি তার ৪ বছরের ছেলের বিষয়ে একাধিক আবেগ বিজড়িত কথা লিখে গেছেন তিনি।তিনি এই নোটেই লিখে গেছেন তাঁর বিচার এখনো বাকি রয়েছে, যদি তাঁর বিচার হয় তাহলেই তাঁর অস্থি গঙ্গায় ভাসানো হয়। নয়তো কোর্টের পাশের নর্দমায় যেন ফেলে দেওয়া হয়।
স্ত্রীর বিরুদ্ধে আতুলের অভিযোগ
আতুল সুভাষ অভিযোগ করেন তার স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়া, শাশুড়ি নিশা সিঙ্ঘানিয়া, শ্যালক অনুরাগ সিঙ্ঘানিয়া ও স্ত্রীর কাকা সুশীল সিঙ্ঘানিয়ার তাঁকে মানসিক নির্যাতন করেছেন।পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে বিচারপতি রিতা কৌশিকের নামও।অতুল অভিযোগ করে তাঁকে আদালত ৮০ হাজার টাকা খোরপোশ হিসেবে দিতে বললেও তাঁর স্ত্রী তাঁর থেকে ২ লক্ষ টাকা চাইতো।এমনকি তাঁর ৪ বছরের ছেলেকে ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেইল করতো।
আরও পড়ুন: RG Kar Case: ঝুলেই অভয়ার বিচার, সুপ্রিমে ফের পিছলো আরজি কর শুনানি
সুইসাইড নোটে ছেলেকে নিয়ে লেখা
আতুলের লেখা সুইসাইড নোটে ছেলেকে নিয়ে লিখেছিল, ’সমাজকে বিশ্বাস করো না। ব্যবস্থাকে বিশ্বাস করো না। যদি আমার রক্ত থাকে তোমার শরীরে, তবে তুমি লড়বে এবং মন-প্রাণ দিয়ে ভালবাসবে, সুন্দর জিনিস তৈরি করবে এবং সমস্যাকে শেষ করবে।‘ এই নোটে আতুল আরও লিখেছেন, ’তোমার মতো ১০০ সন্তানকে ত্যাগ করতে পারি আমার বাবা-মায়ের জন্য। আর ১০০০ টা আমাকে ত্যাগ করতে পারি তোমার জন্য।‘