ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জিতের জীবনে লাকি নম্বর! জিতের (Jeet) জীবনে ১২-১২-১২, এই সংখ্যাটা রীতিমত ম্যাজিকের (magic) কাজ করে। সংখ্যাটি ভীষণ লাকি (lucky number) অভিনেতার জীবনে। এই একটা সংখ্যা কেন জানেন? কেনই বা বারবার তিনি এই সংখ্যাটাকে এতটা গুরুত্ব দেন? তাঁর ক্যারিয়ারে কি এই সংখ্যার কোনও বড় ভূমিকা রয়েছে? সম্প্রতি সেটাই তিনি সবার সামনে ফাঁস করলেন।
মেয়ে নবন্যার জন্মদিন (Jeet)
টলিউড সুপারস্টার (Tollywood Superstar) বলে কথা। সম্প্রতি মেয়ে নবন্যার জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন বাবা জিৎ (Jeet)। জন্মদিন (Birthday ) পালনের কয়েকদিন পর তার আপডেট দিলেন। গত ১২ ডিসেম্বর জিৎ কন্যা পা দিয়েছেন ১২ বছরে। ঠিক ১২ বছর আগে অর্থাৎ ২০১২ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখ, ডিসেম্বরও ১২তম মাস। আর এই দিন জিৎ-মোহনার সংসার আলো করে জন্ম নিয়েছিল নবন্যা। সবেতেই দেখুন, একটা ১২ সংখ্যার যোগ রয়েছে।
পরিবারকে সময় দিতে ভালোবাসেন (Jeet)
জিতের (Jeet) পরিবার কিন্তু একেবারেই ঘরোয়া টাইপের। খুব একটা ক্যামেরার সামনে দেখা যায় না। অপরদিকে অভিনেতাও তাঁর পরিবারকে আগলে রাখেন। সিনেমার প্রচার ছাড়া লাইমলাইটে থাকতে একেবারেই পছন্দ করেন না। তাই তো জিত ভক্তরা বলেন, অভিনেতা আদ্যোপান্ত একজন ফ্যামিলি ম্যান। কাজের সময় বাদ দিয়ে, বাকি সময় কাটান স্ত্রী সন্তানের সঙ্গে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া তুলে ধরেন তাঁদের পারিবারিক কিছু মিষ্টি মুহূর্তের ছবি।
আরও পড়ুন: Dev: দেব নিজেই নিজের কম্পিটিটর, ছবিতে দর্শকের খিদে বাড়াতে মরিয়া অভিনেতা!
বাবা হওয়ার অনুভূতি
এবারেও এই টলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “এখন বুঝতে পারি। কেন বাবা মা বলতেন , নিজে যখন বাবা হবি, তখন বুঝবি”। ১২-১২-১২ এই তারিখ তিনি সেই অনুভূতি উপলব্ধি করেন। তাঁর মেয়ের জন্মের পর। অভিনেতার কথায়, স্বার্থহীন ভালোবাসা ম্যাজিকের থেকে কোনও অংশ কম নয়। সন্তান না হলে এই অনুভূতি বলে বোঝানো অসম্ভব। মেয়েকে পেয়ে তিনি সত্যিই ধন্য।
আরও পড়ুন: Jagaddhatri Upcoming Episode: বেনারসে স্বয়ম্ভুকে হত্যার চেষ্টা, ঢাল হয়ে দাঁড়াল জগদ্ধাত্রী! তারপর?
মেয়ে নবন্যা জিতের শিক্ষিকা
মেয়ের বয়স সবে মাত্র ১২। তাতে কী হয়েছে? বাবাকে কড়া শাসনে রাখে। মেয়ের কথা শুনে চলতে হয়। অভিনেতার কথায়, মেয়ে এই বয়সেই এখন তাঁর শিক্ষিকা। জিতের স্ত্রী মোহনা পেশায় একজন শিক্ষিকা ছিলেন। জিতের কথায়, “জেন জেড এবং জেন আলফা প্রজন্ম সম্পর্কে অনেক কিছু শিখছি। তোর কাছ থেকে এত দ্রুত শেখা যদিও কঠিন। তবে আমি প্রতীক্ষা করছি, আমি চেষ্টা করব”।
জিতের বার্তায় খুশি অনুরাগীরা
মেয়ে নবন্যার নানান মুহূর্তের ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেতা। কখনো সে বাড়িতে খুনসুটি করছে। কখনো বা বাবার সঙ্গে আদুরে ফটোশুট করছে। কখনও বা সময় কাটাচ্ছে মায়ের সঙ্গে। আবার কখনও ছোট্ট ভাইকে কোলে নিয়ে আদর করছে। মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ বাবা জিতের এমন বার্তা দেখে মন ভরে গেল অনুরাগীদের। তারাও টলিউড তারকার মেয়ের জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কমেন্ট বক্স।