Rubel-Sweta Engagement: নতুন জীবনের(New life ) শুভারম্ভ করে ফেললেন টলিউডের(Tollywood) জনপ্রিয় জুটি শ্বেতা(Shweta Bhattacharya) এবং রুবেল(Rubel Das) । গত রবিবার(Sunday ) ঘরোয়া আয়োজনে সারলেন আশীর্বাদ পর্ব। এই মুহূর্তে টলিউডের চর্চিত এবং জনপ্রিয় জুটি বলতে পারেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যকে।
মুখ্য চরিত্রের অভিনয়ে ব্যস্ত
‘ যমুনা ঢাকি’র সেট থেকে প্রেমের সম্পর্ক শুরু। নতুন বছর অর্থাৎ ২০২৫ এর জানুয়ারিতেই তাঁদের চার হাত এক হতে চলেছে। শ্বেতা ভাগ করে নিচ্ছেন তাঁদের বিয়ের প্রস্তুতির নানান মিষ্টি মুহূর্ত। বর্তমানে শ্বেতাকে দেখা যাচ্ছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শ্যামলী চরিত্রে। অপরদিকে রুবেলকে দেখা যাচ্ছে জি বাংলার অপর জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে সৃজনের চরিত্রে।
দুজনের পোশাকে রংমিলান্তি
গত ২৫শে ডিসেম্বর রবিবার, শ্বেতা এবং রুবেলের জীবনে ছিল বিশেষ দিন। তাঁদের নতুন জীবনের এক ধাপ এগোলেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ পর্ব সেরে ফেললেন। দুজনের পোশাক ছিল রংমিলান্তি। শ্বেতার পরনে ছিল নীল সিল্ক শাড়ি। সাথে মানানসই গয়না। অপরদিকে রুবেলের পরনে ছিল নীল পাঞ্জাবি। একেবারে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান আয়োজন করা হয়। এই আশীর্বাদ পর্ব নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন শ্বেতা। চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। অপরদিকে জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়।
আরও পড়ুন: Rekha: অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, ধেয়ে এল কটাক্ষ!
বিয়ে পিছোচ্ছে, মিথ্যে গুঞ্জন
মাঝখানে গুঞ্জন উঠেছিল, ঘনিষ্ঠ এক আত্মীয়র মৃত্যুর কারণে শ্বেতা রুবেলের বিয়ে নাকি পিছিয়ে যাচ্ছে। যদিও এমনটা একেবারেই নয়। ট্রাইব টিভিকে অভিনেতার সৃজন স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। যা রটছে তা একেবারেই ভুল। যেহেতু শ্বেতা এবং রুবেল দুজনেই বর্তমানে দুটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তাই অভিনয়ের চাপ রয়েছে। সমস্ত কাজ সামলে তাঁরা বিয়ের প্রস্তুতি সারছেন ঠান্ডা মাথায়। অত্যন্ত ভেবেচিন্তে তাঁদের কাজ করতে হচ্ছে। আগামী বছর সাত পাক ঘুরবেন। মাঝে আর মাত্র কয়েকটা দিন। আশীর্বাদের অনুষ্ঠান তাতেই শিলমোহর দিল। আশীর্বাদ হয়েছে রীতি মেনে। তাদের বিয়ে পিছিয়ে যাচ্ছে বলে, যে মিথ্যে খবর ছড়ানো হয়েছে, সেটা যে মিথ্যে তার সব থেকে বড় প্রমাণ আশীর্বাদের ছবি।
আরও পড়ুন: Dui Shalik Upcoming Episode: দুই শালিকে বউ চুরি, আঁখিকে নিয়ে মণ্ডপ থেকে পালাবে দেবা!
সাত জন্মের সম্পর্ক
শ্বেতার শেয়ার করা ভিডিও দেখে ইতিমধ্যেই অনুরাগীরা শুভেচ্ছা ভরিয়ে দিচ্ছেন। এর আগেও শ্বেতা জানিয়েছিলেন, তাদের বিয়ে ভাঙতেই পারে না। তাদের সম্পর্ক সাত জন্মের। আর তাছাড়া রুবেল আর শ্বেতা নিজেদের প্রেম নিয়ে কখনই লুকোছাপা করেননি। ২০২০ থেকে তাঁদের সম্পর্ক। প্রথমে বন্ধুত্ব, তারপর তা গড়ায় প্রেমের সম্পর্কে। শোনা যাচ্ছে, ১৯শে জানুয়ারি তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন। এবার শুধু অপেক্ষা, শ্বেতা আর রুবেলকে বর কনের সাজে দেখার।