শত্রুঘ্নকে অপমান: শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), তিনি নাকি মেয়ের সোনাক্ষীকে রামায়ণ জ্ঞান দিতেই পারেননি। তাই ভুল উত্তর দিয়েছেন সোনাক্ষী। রামায়ণের(Ramayana) কথা তুলে শত্রুঘ্নকে অপমান করলেন মহাভারত সিরিয়ালের ভীষ্ম অর্থাৎ মুকেশ খান্না (Mukesh Khanna)। বাবার এই অপমান মানতে পারলেন না মেয়ে সোনাক্ষী। মুকেশ খান্নাকে রীতিমত হুঁশিয়ারি দিলেন। সোশ্যাল মিডিয়ায় লিখে ফেললেন বড়সড় একটা বিবৃতি। শুধু তাই নয় বর্ষীয়ান ওই অভিনেতাকে সতর্ক করলেন অভিনেত্রী। এক রামায়ণ নিয়ে কুরুক্ষেত্র কাণ্ড বাঁধল বলিউডের অন্দরে।
ঠিক কী হয়েছিল?
একদিকে মুকেশ খান্না, অপরদিকে বলিউডের দাবাং গার্লস সোনাক্ষী সিনহা। সময়টা তখন ২০১৯। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো’য়ে যান সোনাক্ষী। সেখানেই এক প্রতিযোগীর তারকা সঙ্গী ছিলেন তিনি। প্রশ্ন করা হয়েছিল, হনুমান কার জন্য সঞ্জীবনী নিয়ে গিয়েছিলেন? সোনাক্ষী এবং তাঁর সঙ্গী প্রতিযোগী প্রথম জবাবে উত্তরে বলেন ‘ সীতা’ হবে। পরে লাইফ লাইন ব্যবহার করে তাঁরা সঠিক উত্তর দেন। আর এই প্রসঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে মুকেশ জানিয়েছিলেন, সোনাক্ষী যে ভুল উত্তর দিলেন, এর মূল কারণ অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন সিনাহ। তিনি মেয়েকে রামায়ণ সম্পর্কে সঠিক জ্ঞান দিতে পারেননি। আর তাতেই রেগে গেলেন সোনাক্ষী।
সোনাক্ষীর জবাব
অভিনেত্রী বললেন, ” হ্যাঁ, আমি হয়তো সেদিন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। মানুষ তো। ভুলে গিয়েছিলাম কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে আসা হয়েছিল। কিন্তু আপনি তো স্বয়ং ভগবান রামের দেওয়া ক্ষমা করা এবং ভুলে যাওয়ার শিক্ষা মনে রাখেননি”।
বলিউডে এই বিষয়টা নিয়ে যেন বিতর্কের শেষ নেই। অভিনেত্রীর প্রশ্ন, যদি রামচন্দ্র কৈকেয়ী, মন্থরা কিংবা রাবণকেও ক্ষমা করতে পারেন, তাহলে মুকেশ খান্না কেন পারেন না? যদিও তিনি মনে করিয়ে দিয়েছেন, মুকেশের ক্ষমার তাঁর কোনও প্রয়োজনই নেই । পরিবারের অপমান তিনি একেবারেই মেনে নেবেন না। লেখেন, “পরের বার যদি আমার বাবার দেওয়া মূল্যবোধ নিয়ে কিছু বলার সিদ্ধান্ত নেন, তাহলে অনুগ্রহ করে মনে রাখবেন, সেই মূল্যবোধের জন্যই আমি শুধু এই কথাগুলো বলেছি, তাও সম্মানজনক ভাবে। আপনি আমার লালন পালন নিয়ে প্রশ্ন তোলার পরেও। আপনার সুস্থতা কামনা করি”।
আরও পড়ুন: Diljit Dosanjh: ভারতে আর শো করবেন না দিলজিৎ! কলকাতা থেকে ফিরে কী হল?
সোনাক্ষীর পাশে অনুরাগীরা
সোনাক্ষীর কথায়, “বহু বছর আগে একটি শো’য়ে গিয়ে রামায়ণ সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিনি। কিন্তু প্রথমেই মনে করিয়ে দিই , সেদিন হট সিটে দুজন মহিলা বসেছিলেন। যারা একই প্রশ্নের ঠিক উত্তর দিতে পারেননি। কিন্তু আপনি শুধুমাত্র আমার নাম নিয়ে কথা বলে গিয়েছেন। আর তার কারণ খুবই স্পষ্ট”। ২০১৯ সালে সেই ঘটনা। হিসাব অনুযায়ী প্রায় পাঁচ বছর কেটে গিয়েছে। কিন্তু সেই ঘটনার বিতর্কের জল যে এত দূর গড়াবে, তা কে জানত? অভিনেত্রীর অনুরাগীরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তারা বলছে, সত্যি তো! যখন কারোর পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা হবে, বিশেষ করে বাবার নামে কথা বলা হবে, তখন সেই সন্তান চুপ থাকতে পারে না। আর সোনাক্ষী ঠিক তাই করেছেন।