ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রেমের বয়স পেরিয়েছে প্রায় ১৩ বছর (Ankush-Oindrila Wedding)। তাই আর অপেক্ষা নয়। একে বিয়ের মরশুম, তার উপর আবার নতুন বছর। এই সন্ধিক্ষণে নতুন ভাবে পথচলা শুরু করতে চান অঙ্কুশ (Ankush Hazra) আর ঐন্দ্রিলা (Oindrila Sen)।
সামাজিক মাধ্যমে ইঙ্গিত (Ankush-Oindrila Wedding)
তারই কিছুটা ইঙ্গিত দিলেন, তাঁদের সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তবে এখনও ধোঁয়াশা পরিষ্কার নয়। ঐন্দ্রিলা লিখেছেন, “জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ”। তবে কি সত্যিই এই তারকা জুটি নতুন বছরে বিয়ের (Ankush-Oindrila Wedding) পিঁড়িতে বসতে চলেছেন?
টলিউডের পাওয়ার কাপল (Ankush-Oindrila Wedding)
টলিউডের (Tollywood) ‘পাওয়ার কাপল’ বলা হয় অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে। এর আগে অঙ্কুশ বলেছিলেন, ‘মির্জা’র ব্যবসা যদি হিট হয়, বছর শেষে তিনি ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন (Ankush-Oindrila Wedding)। কিন্তু সে কথা মেলেনি, তবে অপেক্ষায় রয়েছেন দু’জনের অনুরাগীরা। এবার একটা সম্ভবনা দেখা দিল। বর কনের রূপে দেখা যেতে অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে। কেনাকাটিও চলছে জোর কদমে।
আরও পড়ুন: Sikandar: প্রকাশ্যে সিকান্দারের টিজার! নয়া অবতারে ভাইজান
ঐন্দ্রিলার ভিডিয়ো
এই পুরো জল্পনার সূত্রপাত হয়েছে, ঐন্দ্রিলার একটি শেয়ার করা ভিডিয়োকে কেন্দ্র করে। যেখানে অভিনেত্রী লিখেছেন, “নতুন বছরের কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সব থেকে লম্বা পথ”।

চলছে কেনাকাটা
চলছে কেনাকাটি বছর শেষ আর নতুন বছর শুরু। ঠিক এই সময় প্রতি বছরই দেখা যায় টলিউডে বিয়ের সানাই। একগুচ্ছ তারকারা তাঁদের নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। স্বাভাবিক ভাবেই ঐন্দ্রিলার এমন বার্তায়, এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মনে। এখন একটাই প্রশ্ন, তাহলে কি এই বিয়ের মরশুম বিয়ে করতে চলেছেন তাদের পছন্দের জুটি? আর তাই কি, তারা একে অপরের জন্য কেনাকাটি করছেন? কখনও বা বেছে নিচ্ছেন বেনারসি, কখনও বা সোনার গয়না। আবার কখনও বা ঐন্দ্রিলা পছন্দ করছেন অঙ্কুশের শেরওয়ানি।
আরও পড়ুন: Tollywood News: দীর্ঘদিন হাতে কাজ নেই, সংসার চালাতে ফুটপাথে খাবারের দোকান টলিউড পরিচালকের
মুখে কুলুপ জুটির
যদিও এই প্রসঙ্গে অঙ্কুশ কিংবা ঐন্দ্রিলা মুখে কুলুপ এঁটেছেন। তারকারা প্রমোশনের ক্ষেত্রেও এই ধরনের ভিডিয়ো বানাতে পারেন। তাই দু’জনের তরফ থেকে এই খবরে সিলমোহর না পাওয়া পর্যন্ত চূড়ান্ত ভাবে বলা উচিত হবে না যে এনারা বিয়ে করছেন। তবে আভাস পাওয়া যাচ্ছে। একটা সম্ভবনাকে কিছুতেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তাছাড়া অঙ্কুশ আর ঐন্দ্রিলার সম্পর্ক বহুদিনের। তাঁদের বিয়ে কবে হবে, তা নিয়ে টলি পাড়ায় বহুদিন ধরেই নানান জল্পনা চলছে। বহুদিন ধরেই তাঁরা চুটিয়ে প্রেম করছেন। কিন্তু নিজেদের বিয়ের বিষয়ে তাঁরা কিছুই জানাননি। স্বাভাবিক ভাবেই বিয়ে সংক্রান্ত এই ভিডিও প্রকাশ্যে আসতেই জল্পনা আরও তুঙ্গে।
অপেক্ষায় অনুরাগীরা
সবেমাত্র বড়দিন গিয়েছে। বছর শেষের উদযাপন। এহেন উৎসাহ উৎসবের আবহে, নতুন জীবন শুরু করাটাও অস্বাভাবিক নয়। এমনটাই মনে করছেন এই তারকা জুটির অনুরাগীরা। তারা তো রীতিমত উচ্ছ্বসিত। কারণ তারা অনেক দিন ধরে দিন গুণছিলেন। কবে তাদের প্রিয় জুটি সফল দম্পতি হবেন। জল্পনা সত্যি হলে, তাদের সেই স্বপ্ন পূরণ হবে।