ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একের পর এক বিতর্ক(Controversy) যেন পিছু ছাড়ছে না দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh) এর। এবার চণ্ডীগড় (Chandigarh) কনসার্টে গিয়ে বিতর্কে জড়ালেন তিনি। তাও আবার স্বভূমিতে। স্বাভাবিক ভাবেই বিপাকে ‘পাঞ্জাব দি পপস্টার পুত্তর’। কত টাকা জরিমানা হল জানেন? জানলে হতবাক হয়ে যাবেন। সংগীতশিল্পী ভাবতেও পারেননি, যে তাঁর সঙ্গে এমনটা হতে পারে।
বিতর্ক আর দিলজিৎ প্রায় সমার্থক (Diljit Dosanjh)
এই তো কিছুদিন আগের কথা। যখন দিলজিৎ (Diljit Dosanjh) রীতিমত রেগে গিয়ে বলেছিলেন, কনসার্ট করার মতো যদি সঠিক পরিকাঠামো না পান, তাহলে তিনি ভারতে আর শো করবেন না। ভালো ভাবে স্টেজ বানাতে হবে। যাতে দর্শকরা চারিদিক থেকে তাঁকে দেখতে পায়। দর্শকদের যাতে কোনও অসুবিধা না হয়। পাঞ্জাবি পপস্টারের বিতর্ক আর দিলজিৎ দোসাঞ্ঝ, একে অপরের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এমনটাই বলছেন অনেকে।
বিতর্ক কাণ্ডে ব্যতিক্রম কলকাতা (Diljit Dosanjh)
কখনও কনসার্টের জায়গা নোংরা হওয়ার জন্য, আবার কখনও গানে মদ মাদক শব্দ ব্যবহারের জন্য, তিনি (Diljit Dosanjh) বিতর্কে জড়াচ্ছেন। সম্প্রতি কলকাতাতে এসেছিলেন। তবে কলকাতাতে এসে তিনি নতুন করে বিতর্কে জড়াননি। কিন্তু এবারের চণ্ডীগড় কনসার্টে গিয়ে এমন কাণ্ড বাঁধল, যে গায়ককে ১৫ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে।
আরও পড়ুন: Ankush-Oindrila Wedding: নতুন বছরে বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা! হইচই টলিপাড়ায়
ঠিক কী হয়েছিল?
চণ্ডীগড় কনসার্টে দিলজিতের বিরুদ্ধে অভিযোগ, মাত্রাতিরিক্ত শব্দ দূষণ হয়েছে। কনসার্টের সময় শব্দের ডেসিবেলের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। বলিপড়ার ফিসফাস বলেছে, এই অঞ্চলে কনসার্ট হওয়ার সময় শব্দের মাত্রা ছিল ৭৫ ডেসিবেলের বেশি। এছাড়াও পাঞ্জাব এবং হরিয়ানা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, যেখানে ৭৬.১ থেকে ৯৩.১ পর্যন্ত শব্দ দূষণ ঘটানো আইনত অপরাধ। এই আইনের জেরেই ফেঁসে গেলেন দিলজিৎ। এমনকি এই কনসার্টের আয়োজকদের কাছে পৌঁছে গিয়েছে নোটিশ। আইন লঙ্ঘনের অভিযোগে পাঞ্জাবী পপস্টারকে দিতে হবে ১৫ লক্ষ টাকা জরিমানা।
স্বভূমিতেই বিপাকে দিলজিৎ
এর আগেও তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিশ পেয়েছিলেন তিনি। দিল্লিতে দিল লুমিনাটির পয়লা শো এর বিতর্কের অংশীদারী হন। ‘লেমোনেড’ আর ‘পাঁচতারা’, এই দুটি গান গেয়েও বিতর্কে জড়ান। প্রত্যেকটা বিতর্কের ক্ষেত্রে তিনি যে চুপ ছিলেন এমনটা নয়। তার উত্তর দিয়েছেন। ভারতের পরিকাঠামোর অভাব নিয়েও কথা বলেছেন। অবস্থার উন্নতি না হলে, কনসার্ট না করার সিদ্ধান্ত জানিয়েছেন। তাও আবার জোর গলায়। তবে নিজের স্বভূমি চণ্ডীগড়ে যে বিপাকে পড়বেন, তাকে কি জানতেন?
আরও পড়ুন: Sikandar: প্রকাশ্যে সিকান্দারের টিজার! নয়া অবতারে ভাইজান
কনসার্টের উপর গুরুত্ব
যদিও এই বিষয়গুলোকে তিনি খুব একটা পাত্তা দিচ্ছেন না। নিজের কনসার্টের উপরই বিশেষ করে জোর দিচ্ছেন। কিন্তু সমস্যাও তাঁর পিছু ছাড়ছে না। একের পর এক প্রোগ্রাম করেছেন লখনৌ, পুনে, কলকাতা, ইন্দোর , চণ্ডীগড়, বেঙ্গালুরু। তাছাড়া দিলজিতের ভক্ত সংখ্যা নেহাত কম নয়।
কনসার্টের পর নোংরা মাঠ
জরিমানার ব্যাপারটা যদিও একেবারেই নতুন নয়। অন্তত দিলজিতের ক্ষেত্রে। কিছুদিন আগে চণ্ডীগড় কনসার্টের কয়েকদিন পরেই, কনসার্টের আয়োজকদের বিরুদ্ধে প্রায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ ছিল, কনসার্টে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। কনসার্টের জন্য নাকি কোনও অনুমতি দেয়া হয়নি। তার পরেও মাঠ মাটি, আবর্জনা, ট্রাক, তাঁবু আর কনসার্ট আইটেমের পূর্ণ ছিল। মাঠ আবর্জনায় ভর্তি থাকার অভিযোগ উঠেছিল ওই কনসার্টের আয়োজকদের বিরুদ্ধে।