বিশৃঙ্খল বিশ্বে ঋতাভরীর শান্তির ঠিকানা: “এই বিশৃঙ্খল বিশ্বে তুমি আমার শান্তি, আমার বাড়ি, আমার প্রিয় বন্ধু এবং আমার প্রিয় মানুষ”। প্রিয় মানুষের বাহুডোরে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী(Ritabhari Chakraborty)। এখন প্রেমে আছেন, নাকি নেই, এই প্রশ্নে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অপরদিকে অভিনেত্রী মুখে কুলুপ এঁটেছেন। প্রেম নিয়ে তাঁকে কিছু প্রশ্ন করলে তিনি সোজা উত্তর দেন না। কিছুটা এড়িয়ে যান। আবার মাঝে মধ্যেই, সে সমস্ত জল্পনা উসকে দেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। এবার তিনি তাঁর প্রিয় মানুষকে নিয়ে মন খোলা কথা লিখলেন। স্বাভাবিক ভাবেই, আবারও নতুন করে শুরু হল, অভিনেত্রীর প্রেম গুঞ্জন।
প্রেমে সিলমোহর!
নেট নাগরিকরা বলছেন, ঋতাভরী তাঁর নতুন প্রেমিককে আড়ালে আবডালে রেখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে পোস্ট করলেন একগুচ্ছ ছবি। যেখানে তিনি রয়েছেন প্রিয় মানুষের বাহুডোরে। অনুরাগীরা তাঁর পোস্ট দেখে বলছেন, ঋতাভরী এভাবেই তাঁর প্রেমে সিলমোহর দিয়ে দিলেন। এর আগে শোনা গিয়েছিল, মনোবিদ চিকিৎসক তথাগতর সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন। কিন্তু সেই প্রেম ভাঙার গুঞ্জন শোনা যায় গত বছর।
সুমিত অরোরার পরিচয়
সম্প্রতি যার সঙ্গে ছবি পোস্ট করেছেন, তিনি কে আসলে? ইনি সুমিত অরোরা(Sumit Arora)। শাহরুখ খান ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় একজন চিত্রনাট্যকার। সুমিত জওয়ান সিনেমার সংলাপও লিখেছিলেন। যার জন্য বিপুল প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি জিতেছেন পুরস্কার। এর আগেও অভিনেত্রী ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় সুমিতের পাশে বসে একটা ছবি পোস্ট করেছিলেন। যেখানে তিনি সুমিতকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তখন প্রেমের গুঞ্জন নিয়ে বিষয়টা অতটাও চাউর হয়নি। এমনকি সুমিতের সঙ্গে জওয়ানের একটি প্রোমোর জন্য কোলাব করেছিলেন অভিনেত্রী। সেই লেখা দেখে আবার প্রশংসা করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সুমিত অরোরা ‘ দ্য ফ্যামিলি ম্যান’ এর সংলাপ লিখেছেন।
আরও পড়ুন: Raj chakroborty: রাজের ‘ সন্তান’ প্রসেনজিতের পুরনো ছবির মতো, কী বললেন বুম্বাদা?
সুমিতের পোস্টে ঋতাভরীর মন্তব্য
২০২৩ সাল থেকে দেখতে পাবেন। সুমিতের প্রায় সব ছবিতেই পজেটিভ মন্তব্য করেছেন ঋতাভরী। কখনও লিখেছেন ‘তুমি আমার হিরো’। আবার কখনও সম্বোধন করেছেন বেবি বলে। তবে অভিনেত্রী প্রেমে আছেন না, প্রেমে নেই, সেটা নিয়ে কিন্তু প্রকাশ্যে একদমই চূড়ান্ত ভাবে কিছু বলেননি।
সুমিত ঋতাভরীর কাছের মানুষ
তবে আর যাই হোক। সুমিত অরোরা ঋতাভরীর যে খুব কাছের মানুষ এবং প্রিয় একজন বন্ধু, তা স্পষ্ট। অভিনেত্রী সেটা স্বীকার করে নিয়েছেন। মন খারাপ হলে, সেই মন খারাপ দূর করার একটা শান্তির ঠিকানা। ভালোবাসার আশ্রয়। যেখানে মন ভালো হয়ে যায়।
আরও পড়ুন: Rashmika Mandanna: হতে চেয়েছিলেন সাংবাদিক, রশ্মিকা কীভাবে সেরা অভিনেত্রী হলেন?
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী
বর্তমানে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ঋতাভরী একজন। তাঁর অভিনয় গুণ অসাধারণ। একের পর এক ছবিতে নজর কাড়ছেন, তাও আবার আলাদা আলাদা চরিত্রে। নিজেকে ভেঙে চুরে প্রতিবার পর্দায় নতুন ভাবে তুলে ধরছেন দর্শকদের সামনে। যত দিন যাচ্ছে , ঋতাভরীর কাছ থেকে নতুন নতুন চরিত্র পাওয়ার আকাঙ্ক্ষা বাড়ছে অনুরাগীদের।