ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বপ্ন পূরণে ব্যর্থ! গোটা দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, অস্কারের (Oscars 2025) দৌড়ে ‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies) একটা ভালো জায়গা করে নেবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না। চরম হতাশায় অনুরাগীরা। অস্কারের (Oscars) দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাওয়ের (Kiran Rao) ‘লাপাতা লেডিজ’। তবে কি এখানেই সব স্বপ্ন শেষ? নাকি নতুন কোনও আশা রয়েছে! বিশ্বমঞ্চে পৌঁছতে পারল না বলে মন খারাপ করবেন না। এখনও কিন্তু কিছুটা আশা বাকি রয়েছে, তবে অন্যভাবে। আশার আলো দেখাচ্ছে আর একটি ছবি।
প্রচুর প্রশংসা পেয়েছে (Oscars 2025)
‘লাপতা লেডিজ’ মূলত সরল সাদাসিধে গাঁয়ের বধূদের নিয়ে গল্প। সিনেমাটি গত বছর মুক্তি পেয়েছিল। দর্শক মহল থেকে প্রচুর প্রশংসাও পেয়েছিল (Oscars 2025)। সমালোচক মহলেও বেশ সমাদৃত হয়েছে। পরবর্তী কালে OTT-তে বহু দর্শক ছবিটি দেখেছেন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সিনেমাটির বাজেট ছিল প্রায় ৫ কোটি টাকা। ছবি থেকে আয় হয়েছিল ২৫ কোটি টাকার একটু বেশি।
অস্কার অনুষ্ঠানে আমির (Oscars 2025)
‘লাপতা লেডিজ’ এ অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব ও প্রতিভা রান্টা সহ অনেকেই। ছবিটির প্রযোজক ছিলেন আমির খান (Oscars 2025)। ছবিটির সহকারী পরিচালক ছিলেন কিরণ রাও। এর আগেও অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সৌজন্যে ‘লগান’ ছবি। সহকারী পরিচালক ছিলেন কিরণ। কিন্তু সেবছর এই পুরস্কার পায় ‘নো ম্যান’স ল্যান্ড’।
আরও পড়ুন: Shah Rukh Khan: সংবাদমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে শাহরুখ, ছেলের জন্যই এত কড়া!
ভেঙে পড়েছেন অনুরাগীরা
আন্তর্জাতিক ছবির তালিকায় বেছে নেওয়া হয়েছে মোট ১৫টি ছবি। আর যার মধ্যে ‘লাপতা লেডিজ’ নেই। এই ছবির প্রচারের জন্য আমেরিকাতেও প্রচার করেছিলেন আমির ও কিরণ রাও। তবে বিশ্ব মঞ্চের কাছাকাছি গিয়েও সফল হল না ‘লাপতা লেডিজ ‘। যার জন্য ভেঙে পড়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন: Idhika Paul in Khadaan: দেবের ফ্যান থেকে হিরোইন, খাদানে ইধিকাকেই কেন বাছলেন?
‘সন্তোষ’ এ আশার আলো
লাপাতা লেডিস বিশ্বমঞ্চ থেকে ছিটকে গেলেও শর্ট লিস্টে ঠাঁই পেয়েছে হিন্দি ভাষার একটি ছবি। ছবিটির নাম ‘সন্তোষ’। ছবিটি পরিচালনা করেছেন সন্ধ্যা শুরি। এছাড়াও শর্ট লিস্টে মনোনীত হয়েছে গুনীত মঙ্গা পরিচালিত ‘ অনুজা’।
ভুল সিদ্ধান্ত
‘লাপতা লেডিজ’ বিশ্বমঞ্চ থেকে ছিটকে গেছে কিছু ভুলের জন্য, এমনটা মনে করছেন অনেকেই। কারণ হিসেবে ভুল সিদ্ধান্তকে দায়ী করেছেন অনেকে। অনেকেরই বক্তব্য, ‘ অল উই ইমাজিন অ্যাজ লাইট ‘ সিনেমাটি আন্তর্জাতিক মঞ্চে পাঠানো উচিত ছিল। এটি পায়েল কাপাডিয়ার কানজয়ী সিনেমা। ছবির মূল প্রেক্ষাপট বিধবা মহিলা ও তাঁর স্বামীর পুলিশের চাকরিতে যোগদান নিয়ে। তাই অনেকে মনে করছেন, এই ছবিটি বিশ্বমঞ্চে যাবার উপযুক্ত ছিল। তবে এখনই আশা ছেড়ে না দেওয়াই ভালো। কারণ ভারতের থেকে আরও কিছু ছবি মনোনীত হয়েছে বিশ্বমঞ্চে। দেখা যাক সেগুলি বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারে কিনা।