ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাওবাদী মোকাবিলায় এসএসবির প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মাওবাদী কার্যকলাপ প্রতিহত করা থেকে মানব পাচারকারীদের পাকড়াও, এসএসবি বা সশস্ত্র সীমা বলের জন্যই অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং হচ্ছে। শুক্রবার শিলিগুড়িতে (Siliguri) এসে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এসএসবি-র রেইজিং ডে-তে শাহ (Amit Shah)
সীমাবল বা এসএসবি-র রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে (Siliguri) উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সীমান্তের অস্থিরতার মাঝে রাজ্যে এসে অমিত শাহ কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে ছিলেন অনেকেই। তবে বাংলাদেশ আবহে সেই দেশ নিয়ে কোনও কথা বলতে শোনা যায়নি তাঁকে। দেশের সুরক্ষায় এসএসবি-র ভূমিকা কী, সে কথাই এদিন বলেন শাহ।
কি বললেন শাহ? (Amit Shah)
শাহের (Amit Shah) কথায়, ‘‘শুধু ২০২৪ সালেই চার হাজার পাচারকারীকে পাকড়াও করেছে এসএসবি। উদ্ধার হয়েছে ১৬ হাজার কেজি মাদক।’’ মাওবাদী মোকাবিলায় সশস্ত্র সীমা বলের প্রশংসা করে তিনি বলেন, ‘‘বন্ধ সীমান্তে কাজ করা অনেকটা সুবিধার। সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না। কিন্তু যেখানে মুক্ত সীমান্ত রয়েছে, সেখানে জওয়ানদের কাজ অনেকটা কঠিন এবং জটিলও। সে দিক থেকে এসএসবি যে ভূমিকা পালন করছে, তা সত্যিই অনস্বীকার্য। আমার বলতে দ্বিধা নেই যে, আমরা আমাদের প্রতিবেশী দুই দেশ নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই।’’
আরও পড়ুন: Bhasha Mela: ভাষার ক্ষমতায়নের উদ্যোগ রাজ্য সরকারের, আয়োজিত হল ভাষা মেলা ২০২৪
সীমান্তে সক্রিয় এসএসবি
শিলিগুড়িতে এসএসবি-র ৬১ তম রেইজিং ডে-র অনুষ্ঠান ছিল। সেখানে মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ উল্লেখ করেন, সীমান্তে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এসএসবি-র। বিশেষ করে নেপাল ও ভুটানের মতো দেশের সীমান্তে সক্রিয় এসএসবি। নেপাল এবং ভুটানের প্রায় ২,৪৫০ কিলোমিটার সীমান্তে ‘নো ম্যান্ডস ল্যান্ডে’ জিরো টলারেন্স নীতি নিয়েছে এসএসবি।
আরও পড়ুন: মানুষের সেবাই লক্ষ্য, কলকাতায় চালু অল ইন্ডিয়া আর্য মহাসভা
মাওবাদী মুক্ত করায় বিশেষ ভূমিকা এসএসবির
আর কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? এদিন বিহারকে মাওবাদী মুক্ত করার ক্ষেত্রেও এসএসবি বিশেষ ভূমিকা নিয়েছিল বলে উল্লেখ করেছেন অমিত শাহ। বিশেষত শিলিগুড়ি(Siliguri)করিডর ও ইস্টার্ন রিজিয়নের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন তিনি। শুধুমাত্র নিরাপত্তা দেওয়াই নয়, সীমান্তবর্তী গ্রামগুলিতে সংস্কৃতি, হেরিটেজ বজায় রাখার ক্ষেত্রেও এসএসবির ভূমিকা অস্বীকার করেননি অমিত শাহ। বলা বাহুল্য এদিনের বার্তাতে স্পষ্ট, দেশের সীমান্তে সুরক্ষা, সংকৃতি, দেশের ঐতিহ্য রক্ষায় নজর আছে সরকারের ।