ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পার্থ-অর্পিতার বিরুদ্ধে মঙ্গলবারও হল না চার্জগঠন। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় বিভিন্ন কোম্পানি সহ মোট ৫৪ জনের বিরুদ্ধে এখনও কেন চার্জ গঠন হল না? (Partha Arpita News ) এই নিয়ে ফের আদালতের প্রশ্নের মুখে ইডি। আদালতে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা সওয়াল করেন ইডির থেকে যে নথি পাওয়ার কথা তাদের, তা এখনও অভিযুক্ত পক্ষের আইনজীবীদের দেওয়া হয়নি।
এতেই ক্ষুব্ধ বিচারক ইডিকে তীব্র ভর্ৎসনা করে বলেন, ”দরকার পরলে সারারাত জেগে কাজ করুন। বুধবারের দুপুরের মধ্যে অভিযুক্ত পক্ষের আইনজীবীদের সমস্ত নথি পেশ করতেই হবে।” আগামী ২৬ ডিসেম্বর চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করেন বিচারক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত পক্ষকে নথি দিতে হবে ইডিকে, নির্দেশ বিচারকের (Partha Arpita News) ।
এদিকে অভিযুক্তের আইনজীবীদের তরফে বিভিন্ন জটিলতার কথা জানানো হয় আদালতে। বেশির ভাগ অভিযুক্তের আইনজীবীদের তরফে আদালতে সওয়াল করা হয় যে, চার্জ গঠনের আগে ইডির যে নথিগুলি অভিযুক্ত বা তাদের আইনজীবীদের দেওয়ার কথা সেই প্রক্রিয়াই এখনও শেষ হয়নি।
আরও পড়ুন: https://tribetv.in/partha-chatterjee-bail-hearing-dismissed-high-court/
অভিযুক্ত পক্ষের এক আইনজীবী বলেন, ”সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Arpita News) ক্ষেত্রে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হোক। যাতে অন্য অভিযুক্তরা ফেয়ার ট্রায়াল এর জন্য যথেষ্ট সময় এবং সুযোগ পায়।”
এরপরই বিচারক বলেন, ”রাত ২টোর মধ্যে কপি বানান। ১২ ঘন্টার মধ্যে সমস্ত তথ্য দিতে হবে। দরকার হলে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য দিতে হবে। ইডির জন্য চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছে।” কাল দুপুর ২ টো ৩০ এর মধ্যে দিতে হবে নির্দেশ আদালতের।
আরও পড়ুন: https://tribetv.in/high-court-did-not-intervene-in-new-case-of-rg-kar-case/
দীর্ঘক্ষণ শুনানির পর বিচারক নির্দেশ দেন, ছুটি পড়ার আগে এটাই শেষ দিন। আদালতের অধিকার বলে বিচারের জন্য আদালত খোলা থাকবে। ক্রিসমাসের ছুটিতে এবং রবিবার ছাড়া আদালত খোলা থাকবে। অভিযুক্তের আইনজীবীদের আবেদন তাদের সহযোগিতা করার। চিপজজ নগর দায়রা আদালত, রেজিজিস্টার জুডিশিয়াল সার্ভিস , জুডিশিয়াল ডিপার্টমেন্টের সচিবের কাছে যাতে সমস্ত ব্যাবস্থা করা যায়। যাতে আদালত খোলা থাকে। অভিযুক্তের আইনজীবীরা জানায় এটা সম্ভব নয়। ছুটির মধ্যে শুনানি করা। বিচারক ম্যারাথন শুনানির নির্দেশ দেন, ২৫ ডিসেম্বর ও রবিবার ছাড়া প্রতিদিন শুনানি হবে। এখনও পর্যন্ত মৌখিকভাবে নির্দেশ দিলেও রায়দান স্থগিত রয়েছে (Partha Arpita News)।