ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগেই বিজেপি সাংসদকে আঘাত (Godse vs Gandhi) করার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। এই প্রসঙ্গে কংগ্রেস মুখ্যপাত্র কেতন জয়সওয়াল কংগ্রেসের সঙ্গে বিজেপির আদর্শগত লড়াইকে একেবারে গডসে ও গান্ধীর সঙ্গে তুলনা করলেন।
কী বললেন কেতন (Godse vs Gandhi)
কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল ট্রাইব টিভি বাংলার বিশেষ অনুষ্ঠান ”নীতি নির্ণয় না দুর্নীতি?”-তে এসে বলেন কংগ্রেসের সঙ্গে বিজেপির আদর্শগত লড়াই গান্ধীবাদীদের সঙ্গে গডসেবাদীদের (Godse vs Gandhi) লড়াই। কিন্তু, বিজেপি এই লড়াইটাকে পার্লামেন্টের ভেতরে এমন বাজে জায়গায় নিয়ে চলে যাবে আমরা কেউই ভাবতে পারিনি। যে পার্লামেন্টে আমাদের এত বড় বড় নেতারা ছিলেন সেই পার্লামেন্টের ভাবমূর্তি আজ বিজেপি নিচে নামিয়ে এনেছে।
আদানি কে আড়ালের চেষ্টা (Godse vs Gandhi)
গোটা শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে কংগ্রেস আদানির বিভিন্ন দুর্নীতি নিয়ে আলোচনা করেছিল। এরপরই এই অধিবেশনের শেষের দিকে ‘এক দেশ এক ভোট’ বিল পেশ করা হয়। বিরোধীরা এই বিল নিয়ে ব্যাপক সমালোচনা করেছিল। কিন্তু তার মাঝেও কংগ্রেসকে সমালোচনা শুনতে হয়েছিল। কংগ্রেসের সহযোগীরা অভিযোগ তুলেছিলেন সাধারন মানুষের কথা সংসদে উপস্থাপন করছে না কংগ্রেস। তাঁরা শুধুই আদানি নিয়ে পরে আছে। এই প্রসঙ্গে আমারা কথা বলেছিলাম রাজ্য কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়ালের সঙ্গে (Godse vs Gandhi)। তিনি বলেন, বিজেপি আদানিকে আড়াল করার চেষ্টা করছে।
আরও পড়ুন: Suri: সরকারি বোর্ড থেকে ‘হৃদয়’ চুরি, স্ত্রীকে খুশি করতে চরম খেসারত যুবকের
এক দেশ, এক ভোট
আমাদের “নীতি নির্ণয় না দুর্নীতি?”-অনুষ্ঠানে এসে কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল বলেন, এই বিল ভারতের ফেডারেল সিস্টেমের বিরোধী। আমাদের রাজ্য ও কেন্দ্রে আলাদা দুটি নির্বাচন কমিশন রয়েছে। এই বিল চালু হলে ভারতের ফেডারেল সিস্টেমের উপর আঘাত তৈরি হবে। তিনি একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধেছেন। ‘এক দেশ,এক ভোট’-এই ইস্যু নিয়ে কংগ্রেস মুখপাত্র কী বলেছেন জানতে নিচের লিঙ্কে ক্লিক করে কেতন জয়সওয়ালের সঙ্গে আমাদের বিশেষ পর্বটি দেখুন।
আরও পড়ুন: Calcutta High Court News: ধর্নার সময়সীমা বাড়ানোর আর্জি চিকিৎসকদের
রাহুলের বিরুদ্ধে অভিযোগ
পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের শেষের দিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি এক বিজেপি সংসদকে আদালতের মধ্যে আঘাত করেছেন। এই নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন কংগ্রেস সাংসদ। এই বিষয়ে আমরা কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল কে প্রশ্ন করলে তিনি বলেন, এই বিষয় নিয়ে রাজনীতি হচ্ছে। সম্পূর্ণ ভিত্তিহীন বিষয়ে অভিযোগ, বিজেপি ভারতের সংসদের ভাবমূর্তি নষ্ট করছে। এমনকি তিনি বিজেপির সঙ্গে কংগ্রেসের আদর্শগত লড়াইকে গান্ধীবাদীদের সঙ্গে গডসেবাদীদের লড়াই বলে উল্লেখ করেন। আরও একাধিক ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন আমাদের বিশেষ অনুষ্ঠান “নীতি নির্ণয় না দুর্নীতি?”তে এসে। সেই পর্বটি দেখতে উপরের লিঙ্কে ক্লিক করুন।