ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইজরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন (Benjamin Netanyahu in Trouble)। এক প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে যে, সারা নেতানিয়াহু বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের হয়রানি করেছেন। চ্যানেল ১২-র ‘উভদা’ প্রোগ্রামে হোয়াটসঅ্যাপ মেসেজ প্রকাশিত হয়, যেখানে দেখা গেছে সারা নেতানিয়াহু তার প্রাক্তন সহকারী হানি ব্লেইওয়েসকে বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে বলেছেন।
কী আছে মেসেজে? (Benjamin Netanyahu in Trouble)
প্রকাশিত হোয়াটসঅ্যাপ মেসেজ অনুযায়ী, সারা নেতানিয়াহু নির্দেশ দিয়েছিলেন হানি ব্লেইওয়েসকে বিরোধী পক্ষের সদস্য হাদাস ক্লেইনের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে (Benjamin Netanyahu in Trouble)। হাদাস ক্লেইন বর্তমানে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে, ব্লেইওয়েস অসুস্থ থাকাকালীন সারা নেতানিয়াহু তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন।
সাংবাদিকদের দিয়েছেন ব্লেইওয়েস (Benjamin Netanyahu in Trouble)
এই মেসেজগুলি ব্লেইওয়েস নিজে একজন সাংবাদিককে দিয়েছিলেন, যা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। ব্লেইওয়েস দীর্ঘদিন ধরে নেতানিয়াহু পরিবারের প্রতি অনুগত ছিলেন। তিনি ২০২৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
আরও পড়ুন: Israel Airstrike: ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের বিমানবন্দরে তীব্র ধ্বংসযজ্ঞ
হোয়াটসঅ্যাপ মেসেজে কী নির্দেশ দেওয়া হয়েছিল?
হাদাস ক্লেইন, যিনি হলিউডের ধনকুবের আরনন মিলচানের সহকারী ছিলেন, আদালতে সাক্ষ্য দিয়েছেন যে তিনি মিলচানের পক্ষ থেকে নেতানিয়াহু পরিবারকে দামি উপহার, যেমন শ্যাম্পেন এবং সিগার পাঠিয়েছেন।
মেসেজ অনুযায়ী, সারা নেতানিয়াহু হানি ব্লেইওয়েসকে নির্দেশ দিয়েছিলেন লিয়াত বেন-আরির বাড়ির সামনে প্রতিবাদ সংগঠিত করতে। লিয়াত বেন-আরি হলেন দুর্নীতির মামলার প্রধান কৌঁসুলি। তিনি অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিটের বাড়ির সামনেও প্রতিবাদের নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন: Pakistan Stealth Fighter: চীন-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা উদ্যোগে বাড়ছে ভারতের চিন্তা
বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিক্রিয়া
তদন্তের নির্দেশ আসার কয়েক ঘণ্টা আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভিডিয়ো বার্তায় সারা নেতানিয়াহুর পক্ষে কথা বলেন। তিনি চ্যানেল ১২-র রিপোর্টকে “পক্ষপাতমূলক” এবং “মিথ্যা প্রচার” বলে বর্ণনা করেন।
নেতানিয়াহু বলেন, “আমি দেখতে চাই চ্যানেল ১২ বা অন্য কোনও চ্যানেল বামপন্থী শিবিরের বিরুদ্ধে তদন্ত চালায়। কিন্তু তা আশা করা বৃথা।”
ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন অ্যাটর্নি জেনারেলের এই নির্দেশের সমালোচনা করেন। তিনি একে “চরম পক্ষপাতমূলক আইন প্রয়োগ” বলে অভিহিত করেন।