ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শেষ হচ্ছে ‘জি বাংলা’র (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘পুবের ময়না’ (Puber Moyna)। এতদিনে সে খবর নিশ্চয়ই পেয়ে গিয়েছেন (Puber Moyna Upcoming Episode)। মাত্র ছয় মাস পেরোতেই শেষ দিনের শুটিং হয়েছে গত ২৪ ডিসেম্বর। কিন্তু কাহিনী কোথায় গিয়ে থামল? রোদ্দুর (Roddur) আর ময়না (Moyna), বাড়ি ফিরবেই বা কবে? নাকি এই ধারাবাহিকের শেষটা হবে বাংলাদেশে (Bangladesh) ? ‘পুবের ময়না’ ধারাবাহিকের গল্প এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে?
‘পুবের ময়না’র স্থানে নতুন ধারাবাহিক (Puber Moyna Upcoming Episode)
কিছুদিন আগেই জি বাংলার তরফ থেকে প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিকের প্রোমো (Puber Moyna Upcoming Episode)। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়। ধারাবাহিকের নাম ‘তোমাকে ভালোবেসে’। তখন থেকেই গুঞ্জন শোনা ছিল, নতুন কোনও ধারাবাহিকের উপর এবার পড়তে কোপ পড়তে চলেছে। কারণ একটা নতুন ধারাবাহিক পুরনো একটি ধারাবাহিকের জায়গা নেবে। আপাতত অনেকেই মনে করছেন, ‘পুবের ময়না’র জায়গায় আসতে পারে ‘তোমাকে ভালোবেসে’।
কিছু জানায়নি চ্যানেল (Puber Moyna Upcoming Episode)
যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি (Puber Moyna Upcoming Episode)। ওদিকে মাত্র ছয় মাস পেরোতেই শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে। শীঘ্রই শেষ হচ্ছে ‘পুবের ময়না’। এই ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে একাধিকবার শোনা গিয়েছিল, ধারাবাহিকটি শেষ হতে চলেছে। তবে বছর শেষে যে এভাবে হঠাৎ করে শেষ হয়ে যাবে, তা অনেকেই ভাবেননি।
আরও পড়ুন: Star Theatre Name Change: ঐতিহাসিক স্টার থিয়েটারের নাম বদল, স্বীকৃতি পেলেন বিনোদিনী
মন খারাপ শিল্পীদের
‘পুবের ময়না’য় মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব রায় চৌধুরী এবং ঐশানি দে। কাহিনী অনুযায়ী, বাংলাদেশ থেকে ভারতে এই জুটি ফিরে এসেছে। ওদিকে রাজারামের শাস্তি হয়েছে। এই ধারাবাহিকের উদ্দেশ্য ছিল, দুই বাংলার মানুষের মন জয় করা। তবে ‘পুবের ময়না’ টিআরপির তালিকায় খুব একটা ভালো ফল করেনি। আর সেই কারণেই হয়ত নতুন বছর শুরুর আগেই, শেষ দিনে শুটিং হয়ে গিয়েছে। তাই বড়দিনে মন খারাপ ছিল এই ধারাবাহিকের শিল্পী থেকে শুরু করে কলাকুশলীদের। অথচ এই ধারাবাহিকের গল্প একটু অন্যরকম ছিল। জুটিও নতুন ছিল। কিন্তু কোনও ইউএসপি যেন কাজ করল না। অপরদিকে একের পর এক ধারাবাহিক শেষের মাঝে নতুন গল্প শুরুর খবরও পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Madhumita Sarcar: আফসোস করলেই থমকে যাবে মধুমিতার জীবন! ২০২৪ এ কী কী পেলেন?
ষড়যন্ত্র ধরে ফেলল রোদ্দুর
‘পুবের ময়না’ শেষ হতে পারে ঠিক এইভাবে। যেখানে সুখে সংসার করছে ময়না আর রোদ্দুর। অপরদিকে গুঞ্জার মুখোশ খুলে গিয়েছে রোদ্দুরের সামনে। রোদ্দুর বুঝে গিয়েছে, গুঞ্জা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। ময়নার ডাক্তারিতে চান্স না পাওয়ায়, তার পিছনে যে গুঞ্জার বাবার হাত রয়েছে, বলা ভালো বড় ষড়যন্ত্র রয়েছে, তা রোদ্দুর ধরে ফেলেছে। ময়নাকে নিয়ে সোজা চলে গিয়েছে গুঞ্জাদের বাড়ি। গুঞ্জার বাবার সামনে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে রোদ্দুর। সবাই যতই চেষ্টা করুক না কেন, রোদ্দুর ময়নার এক বছর নষ্ট হতে দেবে না। সে ময়নাকে ডাক্তারিতে ঠিক ভর্তি করাবে।