ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জিনাত আতঙ্ক (Tiger Fear) কাটতে না কাটতেই ফের বাংলার সীমানার কাছাকাছি আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এবার তাকে উদ্ধারের জন্য ওড়িশা প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। অবিলম্বে দক্ষ বনকর্মী পাঠিয়ে বাঘকে উদ্ধারের আর্জি জানালেন তিনি।
সোমবার গঙ্গাসাগরের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ওড়িশা (Odisha) বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আবার একটা চলে এসেছে। তোমরা তো তোমাদের জঙ্গলের খেয়াল রাখবে। যাতে তোমাদের বাঘ আমাদের এখানে না ঢুকে পড়ে। আমাদের গ্রামে আতঙ্ক (Tiger Fear) না ছড়ায়।”
আরও পড়ুন: Mamata Banerjee News: ‘বাংলাদেশের জেলে নির্যাতিত মৎস্যজীবীরা’, সরব মুখ্যমন্ত্রী
এদিকে আবার পুরুলিয়াতেও ফের বাঘের আতঙ্ক (Tiger Fear)। ঝাড়খণ্ডের পূর্ব প্রান্তে ইতিমধ্যেই বেশ কয়েকটি গবাদি পশুকে স্বীকার করেছে বাঘটি। পুরুলিয়া ঘেঁষা চাণ্ডিল শহরের জঙ্গলেই ওই বাঘটি অবস্থান করছে বলে অনুমান বন কর্মীদের। ঝাড়খণ্ডের প্রায় ১২ টি গ্রামে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে বনদফতর। ঘটনায় উদ্বিগ্ন পুরুলিয়ার বন দফতরও।
আরও পড়ুন: 15th Finance Commission: চলতি অর্থবর্ষ শেষ হতে বাকি নেই তিন মাসও, টাকা খরচে পিছিয়ে বঙ্গের ৮ জেলা
বাগমুন্ডি, বলরামপুর অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্য রাজ্যের ছাড়া জলে যেমন ভাসে আমাদের বাংলা। অন্য রাজ্যের সংরক্ষিত এলাকার বাঘের উৎপাতে বিপন্ন হয় বাংলার জনজীবন। হয়তো তাই বিরক্ত মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। হয়তো তাই যথাযথ ভাবে কর্তব্য পালনের বার্তা দিলেন পড়শি রাজ্যকে।