ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ছবি বিনোদিনী (Binodini Trailer Release)। ১১ জানুয়ারি প্রকাশ্যে ‘বিনোদিনী’ – একটি নটীর উপাখ্যান (Binodini Trailer Release)-এর ট্রেলার। ট্রেলার প্রকাশ্যে আসতেই বিশেষ চমক দিলেন রুক্মিণী। ট্রেলারে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে।
বিনোদিনীর ট্রেলার প্রকাশ (Binodini Trailer Release)
মাত্র আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই নটী বিনোদিনীর জীবনের অজানা কাহিনি নিয়ে বড় পর্দায় আসছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রুক্মিণী মৈত্র অভিনীত ছবি বিনোদিনী (binodini) । ছবির প্রযোজনা করছেন অভিনেতা দেব। শনিবার দুপুর ১ টায় প্রকাশিত হল রুক্মিণী মৈত্রর বিনোদিনী ছবির ট্রেলার (Binodini Trailer Release)। ট্রেলার প্রকাশ্যে আসতেই বিশেষ চমক দিলেন রুক্মিণী। ৩.০০ মিনিটের ট্রেলারে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে।
ফেইসবুকে দেবের পোস্ট
রামকোমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনীর ট্রেলার (Binodini Trailer Release) প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা। অনুরাগীরা বলছেন, বিনোদিনী চরিত্রে রুক্মিণী মৈত্রই মানানসই। আবার কেউ কটাক্ষ করতেও পিছুপা হচ্ছেন না। অবশ্য ছবি নিয়ে বিশেষ ভাবে আগ্রহ ছিলেন অভিনেতা দেব। দেবও ফেসবুকে পোস্ট করলেন। ক্যাপশনে লিখলেন, ‘শিল্প, স্পর্ধা ও সংগ্রামের এক অজানা অধ্যায় নিয়ে আসছে বিনোদিনী – একটি নটীর উপাখ্যান।
আরও পড়ুন: Tripti Dimri: ন্যাশনাল ক্রাশ হয়ে বিপদে তৃপ্তি, হারাচ্ছেন কাজ!
আগেই চমক দিয়েছিলেন অভিনেত্রী
মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে চমক দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। কালীপুজোর দিন যেন টিজার সামনে এনে ধামাকা দিয়েছিলেন টলিউডের নতুন বিনোদিনী। কয়েকদিন আগেই ছবির একটি গান প্রকাশ্যে এসেছে। গানটি শ্রেয়া ঘোষালের (shreya ghoshal) কণ্ঠে গাওয়া।
আরও পড়ুন: Binodiini: রুক্মিণীর মধ্যে ভর করেছে দেব, বিনোদিনীর ট্রেলার লঞ্চে অভিনেত্রীর চোখে জল
অন্যান্য চরিত্রে কারা?
‘বিনোদিনী’ ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (koushik gangopadhay)। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে (rahul basu) দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। এখানেই শেষ নয়। ছবিতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি (om sahani)। চমক রয়েছে আরও।