ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে ফুড কোর্টে(Fire Accident at Sealdah)। শনিবার বিকেল নাগাদ হঠাৎ করে আগুন লেগে যায় সেখানে। ব্যস্ততম স্টেশন শিয়ালদার মতো জনবহুল জায়গায় এমন দুর্ঘটনার(Fire Accident at Sealdah) জন্য ওই এলাকা সহ স্টেশন চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এখনও পর্যন্ত কোনও প্রানহানির খবর পাওয়া যায়নি। তবে অনুমান করা যাচ্ছে প্রচুর আর্থিক ক্ষতির।
স্টেশনের কোথায় ঘটে এই দুর্ঘটনা? (Fire Accident at Sealdah)
ঘটনাস্থল থেকে জানা যায়, শনিবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদহ স্টেশনের দক্ষিণ দিকে থাকা ‘ফুড কোর্ট’-এ আগুন লাগে(Fire Accident at Sealdah)। কিছু ক্ষণের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় পুরো দোকানটি। আশপাশের মানুষজন ছুটে আসেন। চেষ্টা করেন আগুন নেভাতে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে। ততক্ষণে আগুন ছড়িয়ে পরে সমস্ত দোকানে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় স্টেশন চত্বর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।
অগ্নিকাণ্ডে হুড়োহুড়ি স্টেশন চত্বরে (Fire Accident at Sealdah)
যে দোকানে আগুন লেগেছে, সেই জায়গার পাশেই রয়েছে অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড। তার কিছু দুরেই রয়েছে মেট্রো স্টেশন। সেখান থেকে একটু যেতেই বিআর সিং হাসপাতাল। ফলে প্রচুর মানুষের আনাগোনা হয় জায়গাটিতে। তাই অগ্নিকাণ্ডের(Fire Accident at Sealdah) কারণে হুড়োহুড়ি শুরু হয় ওই জায়গায়। আগুনের গ্রাস থেকে জিনিসপত্র বাঁচানোর চেষ্টা শুরু হয় আসে পাশে দোকানগুলিতে। প্যাকেট এবং বাক্সে ভরে ভরে খাবারদাবার বাইরে নিয়ে আসেন ‘ফুড কোর্ট’-এর কর্মীরা। তবে আগুনে পুড়ে যাওয়া ওই দোকানের কোনো জিনিস উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যায়।
কী ব্যবস্থা নিল দমকল?
দমকল সূত্রে জানা গিয়েছে, মোট তিনটি ইঞ্জিন আনা হয়েছিল শিয়ালদা স্টেশন চত্বরে। ‘ফায়ার বল’ ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। শর্ট সার্কিট থেকে ওই ফুড কোর্টে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করেছেন তাঁরা। ফুড কোর্টটির অধিকাংশ অংশই পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন মানুষের প্রাণহানি ঘটেছে বলে কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:Calcutta High Court: প্রধান শিক্ষক নিয়োগের প্যানেলে স্থগিতাদেশ হাইকোর্টের
কীভাবে লাগলো আগুন?
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানানো সম্ভব নয়। আগুন লাগার আসল কারণও জানা যায়নি। আবার স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, একটি ‘রোল কাউন্টার’ (এগ রোল, চিকেন রোল ইত্যাদি তৈরি হয় যে জায়গাটিতে) ছিল ফুড কোর্টটিতে। সেখান থেকেই কোনও ভাবে আগুন ছড়িয়েছে। এবং বেকায়দায় আগুন লেগে যায় দোকানটিতে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কখন?
ঘটনাস্থল থেকে জানা যায়, বিকেল প্রায় পৌনে ৫টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকল কর্মীদের। যে খাবারের দোকানটিতে আগুন লেগেছিল, সেটি পুড়ে খাক হয়ে গিয়েছে। আশপাশের কিছু দোকানেরও ক্ষতি হয়েছে বলে জানা যায়।