ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাঝরাতে বড় বিপত্তির মুখে বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan Stabbed)। নিজের বাড়িতেই তাঁর উপর চলল ভয়াবহ হামলা। তাঁর বাড়িতে ঢুকে ছুরির কোপে গুরুতর আহত করল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। বর্তমানে অভিনেতা ভর্তি রয়েছে লীলাবতী হাসপাতালে। কেমন আছেন এখন তিনি? বলিউড স্টার বলে কথা। আর তাঁর বাড়িতেই কিনা এমন কাণ্ড? কার এতটা সাহস হল? প্রশ্ন উঠছে সইফ আলির নিরাপত্তা নিয়ে। এভাবে এক অজানা-অচেনা ব্যক্তি মাঝরাতে অভিনেতার বাড়ি ঢুকল, তারপর এমন বড় বিপত্তি ঘটাল, তবে কি প্ল্যান আগে থেকেই করা ছিল?
পরিচারকদের চিৎকারে ঘুম ভাঙে সইফের (Saif Ali Khan Stabbed)
শোনা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাত আড়াইটা নাগাদ (Saif Ali Khan Stabbed)। সেই সময় নিঃশব্দে অভিনেতার বাড়িতে এক চোর ঢোকে। আর সেই চোর নাকি আলমারি খুলে চুরি করতে যায়। ঠিক তখনই জেগে যান বাড়ির পরিচারকারা। তারা চিৎকার করতে থাকেন। অপরদিকে সেই চিৎকারে ঘুম ভেঙে যায় অভিনেতার। চোর পালানোর সময়, তিনি ঘর থেকে ছুটে বেরিয়ে আসেন। তারপর মুখোমুখি হন ওই চোরের। অপরদিকে ওই চোর সইফের উপর ছুরির কোপ মারে। তারপরেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
তল্লাশি অভিযানে পুলিশ (Saif Ali Khan Stabbed)
ঘটনাটি নিয়ে দ্রুত এফআইআর দায়ের হয় বান্দ্রা পুলিশের থানায় (Saif Ali Khan Stabbed)। তদন্ত চলছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে একাধিক পুলিশ। বৃহস্পতিবার সকালে হঠাৎ এমন দুঃসংবাদে সইফ আলি খানের অনুরাগীদের ভীষণ মন খারাপ। অপরদিকে প্রশ্ন উঠছে, নিছক চুরি নাকি অন্য কোনও কারণে হামলা হয়েছে? পুলিশ এটা নিয়ে তদন্ত চালাচ্ছে।
আরও পড়ুন: Solanki Roy: ধারাবাহিকে আর ফিরতে চান না শোলাঙ্কি! পরিশ্রমের জোরে ভাগ্য কি বদলাতে পারলেন?
কেমন আছেন সইফ?
অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ। সইফের শরীরে অন্তত ছটা আঘাত করা হয়েছে। অস্ত্রোপচার করতে হবে। কারণ ওই ছটা আঘাতের মধ্যে দুটি আঘাত গভীর। ওই দুটি আঘাতের মধ্যে আবার একটি আঘাত মেরুদন্ডের কাছাকাছি। সাইফের অস্ত্রোপচার করছেন, নিউরোসার্জন নীতিন ডাঙ্গে কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানাস্থেটিস্ট নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে অভিনেতা বিপদমুক্ত।
আরও পড়ুন: Saif Ali Khan: ছুরি বিদ্ধ সইফ, গ্রেফতার ৩, কেমন আছেন করিনা?
নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে সৎগুরু শরণ ভবনে স্ত্রী কারিনা কাপুর এবং দুই ছেলেকে নিয়ে সইফ থাকেন। ছাদ বারান্দা সুইমিং পুল নিয়ে থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট। সঙ্গে ডাইনিংটাও বেশ বড়। কড়া নিরাপত্তা রয়েছে। তারপরেও কিভাবে যে এমন ঘটনা ঘটল, জেনে সবাই আশ্চর্য। যদিও ছুরি দিয়ে হামলা হয়েছে নাকি ধ্বস্তাধ্বস্তি অভিনেতা ঘায়েল হয়েছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
হামলার কারণ নিয়ে ধোঁয়াশা
মুম্বাই পুলিশ এবং তাদের অপরাধ দমন শাখা ঘটনার তদন্ত করছে। দোষীদের চিহ্নিত করতে টিম গঠন করা হয়েছে। অপরদিকে নিরাপদে রয়েছেন করিনা এবং বাচ্চারা। তবে এই নিয়ে তাদের পরিবারের তরফ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। কিন্তু ঘুরে ফিরে সবার মুখে এখন একটাই কথা। মুম্বাইয়ের বান্দ্রা একটা হাই সিকিউরিটি এলাকা। সেখানেই থাকেন সইফ। সেখানে কিভাবে রাত আড়াইটার সময় একজন অজানা অচেনা ব্যক্তি অস্ত্র হাতে বাড়িতে প্রবেশ করতে পারল? উদ্দেশ্য যদি চুরিই হয়, তবে অভিনেতার পরিচারকদের সঙ্গে ঝামেলা বাঁধল কেন? এই একগুচ্ছ প্রশ্ন নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।