ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভবিষ্যতে কেবল ভারতীয় নাগরিকদেরই আধার (Aadhaar Enrollment Tougher for Adults) নম্বর দেওয়া নিশ্চিত করার জন্য নতুন যাচাইকরণ টুল তৈরি করা হচ্ছে।
পরিচয়ের প্রমাণ হিসেবেই ছিল আধার (Aadhaar Enrollment Tougher for Adults)
আধার নম্বর শুরুতে শুধু পরিচয়ের প্রমাণ হিসেবে চালু হয়েছিল, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় (Aadhaar Enrollment Tougher for Adults)। সেই কারণে শুরুতে এটি পাওয়ার প্রক্রিয়া ছিল বেশ সহজ। তবে এখন আধার নম্বর শুধু যাচাই করা প্রাপ্তবয়স্কদের দেওয়া হবে, এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন।
সরকারি তথ্যভাণ্ডার ব্যবহার করে অতিরিক্ত যাচাই (Aadhaar Enrollment Tougher for Adults)
আধার ব্যবস্থাপনা করে যে সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI), তারা এখন থেকে পাসপোর্ট, রেশন কার্ড, জন্ম শংসাপত্র ও স্কুল সার্টিফিকেটের মতো অনলাইন রেকর্ড ব্যবহার করে নাগরিকদের তথ্য যাচাই করবে। নতুন এই প্রক্রিয়ায় আধার ব্যবস্থা আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য হবে (Aadhaar Enrollment Tougher for Adults)। আধার আইনে বলা হয়েছে, আধার নম্বর নাগরিকত্ব বা বাসস্থান প্রমাণ করে না। তবে এখন যে নতুন যাচাই প্রক্রিয়া তৈরি হয়েছে, তাতে লক্ষ্য করা হয়েছে যেন শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভবিষ্যতে আধার পান।
নতুন আবেদনকারীদের জন্য দ্বিতীয় স্তরের যাচাই
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, UIDAI এমন একটি নতুন সফটওয়্যার টুল তৈরি করেছে যা আধার এন্ট্রি এবং আপডেট করার সময় আরও এক স্তরের নিরাপত্তা যোগ করবে। এই টুল বিভিন্ন অনলাইন তথ্যভাণ্ডার যেমন ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, MGNREGA রেকর্ড ও বিদ্যুৎ বিলের সঙ্গে তথ্য মিলিয়ে দেখবে। এটি কেন্দ্রীয় KYC ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ফলে একটি অভিন্ন ও যাচাই করা পরিচয়পত্র ব্যবস্থা গড়ে উঠবে।
আরও পড়ুন: Punjab CM: ‘দায়িত্বজ্ঞানহীন!’ প্রধানমন্ত্রীর সফরকে কটাক্ষ করে তোপের মুখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী
ইতিমধ্যেই ১৪০ কোটির বেশি আধার নম্বর ইস্যু
গত ১৫ বছরে ১৪০ কোটির বেশি আধার নম্বর জারি হয়েছে। এর মধ্যে অনেক মৃত ব্যক্তি রয়েছেন। বর্তমানে প্রায় সব প্রাপ্তবয়স্ক ভারতীয়েরই আধার রয়েছে, এমনকি নবজাতকদেরও জন্মের পরপরই আধার দেওয়া হচ্ছে। তাই এখন মূলত নতুন প্রাপ্তবয়স্কদের জন্যই কঠোর হচ্ছে নিয়ম।
ভুয়ো নথি দিয়ে আধার পাওয়া যাবে না
ভুয়ো নথি দেখিয়ে অবৈধ অভিবাসীরা যেন আধার না পায়, তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসনকে প্রতিটি আবেদনকারীর নথি ভালোভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন কেবলমাত্র রাষ্ট্র-চালিত পোর্টালের মাধ্যমে যাচাইয়ের পরই আধার জারি করা হচ্ছে।
নাগরিকত্বের অপব্যবহার ঠেকাতে বাড়তি সতর্কতা
আগে আশঙ্কা ছিল, অবৈধ অভিবাসীরা আধার ব্যবহার করে অন্যান্য সরকারি পরিচয়পত্র বা পরিষেবা, এমনকি নাগরিকত্ব পর্যন্ত পেতে পারে। তবে নতুন যাচাই প্রক্রিয়ার ফলে এখন এই ধরনের অপব্যবহার রোধ করা অনেক সহজ হবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।