ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোটমুখী দিল্লিতে যমুনা যেন ‘তুরুপের তাস’। আপের(APP) অভিযোগ, যমুনার জলে বিষ(Yamuna Water) মেশাচ্ছে হরিয়ানা! আর তার জেরেই নাকি টান পড়ছে রাজধানীর পানীয় জল সরবরাহে! দিল্লির আসন্ন বিধানসভা ভোটের আগে হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন আম আদমি পার্টির দুই নেতা।
যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ কেজরির(Yamuna Water)
সোমবার প্রতিবেশী নয়াব সিং সাইনি(Nayab Singh Saini) সরকারের বিরুদ্ধে যমুনার জলে(Yamuna Water) বিষ মেশানোর বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন কেজরি(Arvind Kejriwal)। তিনি বলেন, ‘‘দিল্লিতে পানীয় জল আসে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে। হরিয়ানার বিজেপি সরকার সেই যমুনার জলে বিষ মিশিয়ে দিয়েছিল। কিন্তু দিল্লি জল বোর্ডের কর্তারা বিষয়টি আগেভাগেই ধরে ফেলেছেন! ওই জল তাঁরা দিল্লিতে আসতে দেননি। তিনি বলেছিলেন, ‘‘ভোটের আগে ‘গণহত্যা’র দায় আপের ঘাড়ে চাপাতেই বিজেপির এই চক্রান্ত!’’
কেজরির অভিযোগকে সমর্থন অতিশীর(Yamuna Water)
মঙ্গলবার সকালে সেই দাবিকে সমর্থন জানালেন কেজরির স্থানে মুখ্যমন্ত্রী পদে আসীন অতিশী মারলেনাও(Atishi Marlena)। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে আপ। অতিশী বলেন, ‘‘এই মুহূর্তে হরিয়ানা থেকে দিল্লিতে আসা যমুনার জলে(Yamuna Water)অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে ছ’গুণ বেশি। এই মাত্রা মানব শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই জল আর পরিশোধনযোগ্যও নেই। দিল্লির মানুষকে এই জল দেওয়া যাবে না। এই জল খেলে তাঁদের মৃত্যু পর্যন্ত হতে পারে।’’
আরও পড়ুন: Maha Kumbha 2025 : ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা, মহাকুম্ভ স্পেশ্যাল ট্রেনে ইট মেরে হামলা
‘যমুনার জলে অ্যামোনিয়া ৭০০ শতাংশর উপরে’
আপের দাবি, যমুনার জলে অ্যামোনিয়ার পরিমাণ পরিশোধন যোগ্য মাত্রার ৭০০ শতাংশ উপরে রয়েছে। ফলে ওই জল কোনও ভাবেই ব্যবহার করা যাবে না। আর সেই কারণেই নাকি দিল্লিতে জলের জোগান ১৫ থেকে ২০ শতাংশ কমে গিয়েছে, এমনটাই দাবি কেজরি-অতিশীর।
কেজরিকে পাল্টা তোপ সাইনির
যদিও কেজরির অভিযোগ শুনেই পাল্টা তোপ দেগে সাইনি বলেন, ‘‘মিথ্যে কথা বলছেন। আইনি ব্যবস্থা নেব। এ রকম নির্লজ্জ ভাবে ঘৃণা ছড়ানোর জন্য কেজরীকে অবিলম্বে হরিয়ানা ও দিল্লির মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’’ দুই রাজ্যের মুখ্যসচিবের উপস্থিতিতে কেজরিকে সোনিপতে জলের নমুনা পরীক্ষা করে দেখার খোলা চ্যালেঞ্জও ছুড়ে দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।
ত্রিমুখী লড়াই ভোটমুখী দিল্লিতে
সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ। ৭০ বিধানসভা আসনে ভোট হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ফল প্রকাশ আগামী ৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনে একেবারে মাটি কামড়ে লড়াই করছে বিজেপি। অন্যদিকে আরও একবার জয়ের আত্মবিশ্বাস নিয়ে ময়দানে নামলো আম আদমি পার্টি। অন্যদিকে হারানো জমি আরও একবার ফিরে পেতে মরিয়া কংগ্রেস। কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে এবার দিল্লির নির্বাচনে।