Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত মরশুনে আইপিএল ট্রফি জিতে নিজের স্বপ্নপূরণ করেছে কোহলির দল। এবার IPL-এ ফেরার ইঙ্গিত দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)।
IPL 2026 (AB de Villiers)
দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে গত মরশুমে। বিরাট কোহলি আইপিএল কাপ নিজের নামে করতে সক্ষম হয়েছিলেন। তবে শুধু কোহলি না সেই স্বপ্নপূরণ হয়েছিল তার এবং দলের সমর্থকদেরও (AB de Villiers)। সেলিব্রেশনের সময়ে তাঁর দীর্ঘদিনের সঙ্গীদের ভুলে যাননি বিরাট। মঞ্চে ডেকে নিয়েছিলেন ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সকে। মানুষ সেদিন দেখেছিল ‘বিরাট’ সেলিব্রেশন।
তারাও সেই জয়ের মঞ্চে হয়ে উঠেছিলেন টিমের অঙ্গ। ২০২১ সালে অবসর নেওয়ার আগে IPL-এ ১১ বছর শুধু আরসিবির হয়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। সমর্থকরা বরাবরই তাকে ভালবাসায় ভরিয়েছেন, তাকে যদি আবার নতুন ভূমিকায় দেখা যায় তবে সমর্থকরাও আগের মতোই গলা ফাটাতে প্রস্তুত তাদের প্রিয় ব্যাটারের জন্য (AB de Villiers)।
সম্প্রতি ফের চর্চায় উঠে এসেছেন এই তারকা ক্রিকেটার। এক সাক্ষাৎকারে, ফের IPL-এ ফেরার ইঙ্গিত দিয়ে ডি ভিলিয়ার্স বললেন তাকে ভবিষ্যতে আবার আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে। তবে এবার হয়তো অন্য ভূমিকায়।
তিনি বলেন ‘একটা গোটা মরশুমে পেশাদার ক্রিকেটার হিসেবে খেলা কঠিন হলেও, তিনি RCB-তে ফিরতে পারেন অন্য ভূমিকায়। টিম ম্যানেজমেন্ট যদি মনে করেন মেন্টর বা কোচ হিসেবে আমার ভূমিকা রয়েছে তবে অবশ্যই আমায় দেখা যাবে দলের সাথে যুক্ত হতে।’

আরও পড়ুন: Ganesh Chaturthi Tips: গণেশ আরাধনায় মেনে চলুন কিছু টিপস, দুর্ভাগ্য কাটিয়ে আসবে শুভ সময়
RCB সমর্থকদের মধ্যে ডি ভিলিয়ার্সের জনপ্রিয়তা প্রবল। তাই তিনি ফিরলে আরও চর্চা বাড়বে টিমকে নিয়ে, সেটা যে ভূমিকাতেই হোক না কেন। সমর্থকদের ভালবাসা তিনি আবার পাবেন (AB de Villiers)।
২০০৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে IPL-এ খেলা শুরু করেন এবি ডি ভিলিয়ার্স। পরবর্তীতে ২০১১ সালে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুতে। ১১ বছর কাটিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজিতে (AB de Villiers)।
আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন এবিডি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তখন দলের নাম ছিল (দিল্লি ডেয়ারডেভিলস)। এরপর ১১ মরশুম আরসিবির জার্সিতে খেলেছেন এবিডি। ২০১৬ সালে ফাইনালে পৌঁছেছিল আরসিবি। ফ্র্য়াঞ্চাইজির ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়েছেন তিনি (AB de Villiers)।