ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) কটাক্ষ করেছেন, জানিয়ে যে তিনি বিচারপতি থাকাকালীন রাজনৈতিক নেতাদের মতো কথা বলতেন এবং এখন সাংসদ হয়ে বিচারপতির মতো মন্তব্য করছেন। মন্ত্রীর এই মন্তব্যের পর অভিজিৎ বুধবার এসএসসি দফতরে যাওয়ার ঘোষণা করেছেন, যেখানে তিনি চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন।
মিরর ইমেজ প্রকাশের দাবি (Abhijit Ganguly)
অভিজিৎ জানিয়েছেন, এসএসসির মিরর ইমেজ প্রকাশের দাবি জানানোর জন্য (Abhijit Ganguly) তারা আবার সেখানে যাবেন। তিনি বলেন, “যারা মিরর ইমেজ প্রকাশ করতে বাধা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।” বিজেপি সাংসদের মতে, এসএসসি-র পক্ষেই যোগ্য ও অযোগ্যদের তালিকা বের করা সম্ভব। তিনি সিবিআইয়ের তথ্যের উল্লেখ করে বলেন, “হরিয়ানায় পাওয়া মাদার ডিস্ক ব্যবহার করে যাচাই করা হোক।”
মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ (Abhijit Ganguly)
সাংসদ অভিজিৎ অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে যোগ্য-অযোগ্য (Abhijit Ganguly) বাছাই করা যাচ্ছে না। তিনি দাবি করেন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার রাজনৈতিক কারণে তালিকা প্রকাশে বাধা দিচ্ছেন। অভিজিৎ বলেন, “যোগ্যদের চাকরি বাঁচানোর দায় মুখ্যমন্ত্রীর। তাঁর নির্দেশে এই সমস্যা সৃষ্টি হচ্ছে।”
চাই অযোগ্যদের শাস্তি
অভিজিতের নেতৃত্বে চাকরিহারাদের একটি অংশ মঙ্গলবার এসএসসি দফতরে গিয়েছিলেন। সেখানে তিনি জানান, তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং সুপ্রিম কোর্টে যাবেন। তিনি বলেন, “যদি অযোগ্যদের শাস্তি দেওয়া হয়, তবে যোগ্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না।”
তাহলে কেন আমাদের বঞ্চনা?
অভিজিৎ আরও বলেন, “মুখ্যমন্ত্রীর কারণে এসএসসি’র কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা যদি সত্যিই দোষী না হই, তাহলে কেন আমাদের বঞ্চনা?” তিনি দাবি করেন, এসএসসি যদি চায়, তবে তারা যোগ্য ও অযোগ্যদের পৃথক করতে পারে।

মঙ্গলবারের বৈঠক
মঙ্গলবারের বৈঠক শেষে অভিজিৎ জানিয়েছিলেন, চাকরিহারাদের দাবিগুলো গুরুত্ব সহকারে শোনা হবে। তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে আমরা তাঁদের দাবি-দাওয়া তুলে ধরেছি। এখন দেখা যাক প্রশাসন আমাদের কথা কতটুকু গুরুত্ব দেয়।”
আরও পড়ুন: Kalyan Banerjee: দিদি বললে চলে যাব: কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দলের মধ্যেই অসন্তোষ!
অভিজিতের এই উদ্যোগের মধ্যে দিয়ে রাজনৈতিক অঙ্গনে এক নতুন জল্পনা শুরু হয়েছে। দফতরে অভিযানের মাধ্যমে কি তিনি সত্যিই চাকরিহারাদের দাবি পূরণ করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।